1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেট-উইলিয়াম চুম্বনে ছিল গভীর ভালোবাসা

৩০ এপ্রিল ২০১১

কেট-উইলিয়াম এর বিবাহের খবর নিয়ে সরব গণমাধ্যম৷ দু'জনের চুম্বনে গভীর ভালোবাসার ছোঁয়া থেকে শুরু করে কেট মিডলটন-এর বিয়ের গাউন এমনকি খাবার মেন্যু- সব কিছুই গণমাধ্যমের শিরোনাম হয়েছে৷

https://p.dw.com/p/116i7
Britain's Prince William and his wife Kate, Duchess of Cambridge, left, wave as they leave Westminster Abbey at the Royal Wedding in London Friday, April 29, 2011. (AP Photo/Alastair Grant)
একেই বলে রাজকীয় বিয়েছবি: AP

কেট-উইলিয়াম বিবাহ

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন এর বিয়ের খবর শিরোনাম হয়েছে অধিকাংশ দৈনিকে৷ দৈনিক ইত্তেফাক লিখেছে, ‘বিয়ে করলেন রাজকুমার'৷ শুক্রবার ওয়েস্টমিনিস্টার অ্যাবে গির্জায় শপথ বাক্য পাঠের মাধ্যমে শুরু হয় এই জুটির বিয়ের আনুষ্ঠানিকতা৷ এরপর বাকিংহাম প্রাসাদের বারান্দায় দু'জনের চুম্বনের মধ্য দিয়ে পূর্ণতা পায় বিবাহপর্ব৷ এই চুম্বনে আবার গভীর ভালোবাসা খুঁজে পেয়েছেন বডি লেঙ্গুয়েজ বিশেষজ্ঞরা৷ একই বিষয়ে দৈনিক যুগান্তরের শিরোনাম, ‘সারাহ বারটনের তৈরি পোশাকে মোহনীয় কেট'৷ কেট ইতিমধ্যেই ফ্যাশন সচেতন হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন৷ তাঁর সাদা রংয়ের বিয়ের গাউনটি তাক লাগিয়েছে গোটা বিশ্বকে৷

In this image taken from video, Britain's Prince William, right, kisses his wife, Kate, the Dutchess of Cambridge, from the balcony of Buckingham Palace after the Royal Wedding in London on Friday, April, 29, 2011. (Foto:APTN/AP/dapd) EDITORIAL USE ONLY NO ARCHIVE PHOTO TO BE USED SOLELY TO ILLUSTRATE NEWS REPORTING OR COMMENTARY ON THE FACTS OR EVENTS DEPICTED IN THIS IMAGE
এই চুম্বনে গভীর ভালোবাসা খুঁজে পেয়েছেন বডি লেঙ্গুয়েজ বিশেষজ্ঞরাছবি: dapd

তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিরোধী দল

২০০১ সালের সংসদ নির্বাচনের পরের সহিংসতা নিয়ে ছিল এই তদন্ত প্রতিবেদন৷ এই বিষয়ে বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম লিখেছে, ‘২০০১-এর সহিংসতার তদন্ত প্রতিবেদন বিএনপির প্রত্যাখ্যান'৷ সেদলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ এই তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন৷ শুক্রবার ঢাকায় তিনি দাবি করেন, সরকারের তদন্ত প্রতিবেদন ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক ও পক্ষপাতদুষ্ট'৷ এই খবরটিকে মূল শিরোনামে প্রকাশ করেছে দৈনিক সমকাল, ‘প্রতিবেদন প্রত্যাখ্যান করল বিএনপি'৷ মওদুদ জানিয়েছেন, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে চিহ্নিত করার কোন সুযোগ নেই৷

প্রাথমিকে ভর্তি

‘প্রাথমিকে ভর্তি শতভাগ', শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো৷ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক জরিপে পাওয়া গেছে এই তথ্য৷ আনুষ্ঠানিকভাবে প্রকাশিতব্য এই জরিপের বরাতে প্রথম আলো জানাচ্ছে, প্রাথমিক পর্যায়ে ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি ৯০ লাখ ২৬ হাজার৷ তবে একই দৈনিকের আরেক শিরোনাম, ‘অনুসন্ধান: শতভাগ ভর্তির তথ্যের সঙ্গে বাস্তবতার অমিল'৷ বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রথম আলো প্রতিনিধিদের অনুসন্ধানে শতভাগ ভর্তির তথ্য পুরোপুরি সঠিক নয় বলে প্রমাণ মিলেছে৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য