1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে এই শিলা?

২৫ অক্টোবর ২০১৯

মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় মুকুট উঠেছে শিলার মাথায়৷ মিস ইউনিভার্স সুস্মিতা সেন তার মাথায় মুকুট পরিয়ে দেন৷ এই প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছেন আনিশা ইসলাম ও দ্বিতীয় রানার্সআপ জেসিয়া ইসলাম৷

https://p.dw.com/p/3Rvjj
Die letzte Runde im Miss Universe Bangladesh Wettbewerb-2019
ছবি: bdnews24.com

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী৷

চূড়ান্ত প্রতিযোগিতার সময় এক প্রশ্নের জবাবে শিলা বলেন, "আমার বাবা একজন সৈনিক, তিনি এই মুহূর্তে দেশের সীমানা পাহারা দিচ্ছেন৷

মাথায় বিজয়ীর মুকুট ওঠার পর তিনি বলেন, "আজ থেকে আমিই বাংলাদেশ৷ বাবার মত আমিও দেশের জন্য কাজ করতে চাই৷''

বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরার প্রয়াসে এবার প্রথমবারের মত ঢাকায় মিস ইউনিভার্স বাংলাদেশ-এর আয়োজন করা হয়৷

এই প্রতিযোগিতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন আলোচনা বা সমালোচনা চেখে পড়েনি৷ তবে ঠাকুরগাঁওয়ের লোকজন এবং ওই জেলাকেন্দ্রিক কয়েকটি ফেসবুক গ্রুপে শিলাকে অভিনন্দন জানিয়ে পোস্ট দেখা গেছে৷

ডিবিসি নিউজের সাংবাদিক সাবিনা পুথি শিলাকে অভিনন্দন জানিয়ে ফেসবুকে লিখেছেন, ওয়ার্ল্ড কম্পিটিশনে গাছ কাটার বিরুদ্ধে ক্যাম্পেইন করবেন তিনি৷

আত্মবিশ্বাসী নারীদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে গত জুলাই মাসের শেষ দিকে বাছাই পর্বে অংশ নেওয়ার জন্য নিবন্ধন শুরুর মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল মিস ইউনিভার্স বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতার৷ এতে অংশ নিতে ১২ হাজারের বেশি নারী নিবন্ধন করেন৷

নিবন্ধনের পর থেকে তিন মাসে পর্যায়ক্রমে অডিশন রাউন্ড, গ্রুমিং, ফিল্মিং রাউন্ড ও বিভিন্ন ধাপ শেষে শুরু হয় মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব৷

নারীর আত্মবিশ্বাসকে অগ্রাধিকার দিয়ে এবারের মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার স্লোগান রাখা হয়েছিল- ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য'৷

এসআই/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য