কৃষিক্ষেত্রেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব | পাঠক ভাবনা | DW | 28.07.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কৃষিক্ষেত্রেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব

আমি আপনাদের সকালের অনুষ্ঠান শুনতে পারিনা কিন্তু রাতের অধিবেশন শোনার জন্য খুব আগ্রহ নিয়ে বসে থাকি৷ আমি ইন্টারনেটেও অনুষ্ঠান শুনে থাকি কিন্তু আমার এখানে ঠিকমতো বিদ্যুৎ না থাকায় নিয়মিত শোনা সম্ভব হয়না৷

যা আমার খুবই খারাপ লাগে৷ বার্লিনে রবীন্দ্রনাথের চিত্র প্রদর্শনী চলছে শুনে আমার খুব ভালো লাগলো৷ আমি নিজে সেখানে উপস্থিত থাকতে পারলে আরো ভালো লাগতো৷ সেটা যেহেতু সম্ভব নয় তাই আপনাদের মাধ্যমে জেনে ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ৷ আশা করি এই মাধ্যমে আপনাদের সাথে আমার বন্ধুত্ব চিরদিন টিকে থাকবে৷ সপুরা, বোয়ালিয়া, রাজশাহী থেকে লিখেছেন শ্রোতাবন্ধু মো.তৌফিক আজাদ৷

ডয়চে ভেলেতে আমার প্রশ্ন? আমার মাথা ধরে থাকে৷ দিনে তিন চারবার স্নান করলে কিছুটা উপশম হয়৷ এর কি নিরাময়ের কোন উপায় আছে৷ দ্বিতীয়ত কোন তেলে রান্না করলে তা শরীরের জন্য ভালো জানালে উপকৃত হবো৷ চন্দ্রপুর নওদাবাস থেকে জানতে চেয়েছেন শ্রোতাবন্ধু জগদীশ্বর রায়৷

কৃষিক্ষেত্রেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পড়ছে বলে মনে করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.লুৎফুল হাসান৷ বন শহরে বাংলাদেশের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সেদেশে জ্বালানির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে তিনি এর বিভিন্ন দিক তুলে ধরলেন৷ জার্মানি সবসময় বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে সাহায্য ও সহযোগিতা করতে প্রস্তুত এটা বাংলাদেশের জন্য বেশ ভালো খবর যা জেনে ভালো লাগল৷ লিখেছেন মো. হাফিজুর রহমান ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী , বর্ধমান থেকে৷

আমি ডয়চে ভেলের বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা৷ বিশ্বসংবাদসহ অন্য সবকিছুই আমার ভালো লাগে৷ আমার জন্য অনুষ্ঠানসূচি পাঠাবেন৷ একতা লিসনার্স ক্লাব, গজধারপাড়া, মুর্শিদাবাদ থেকে লিখেছেন কিন্তু শ্রোতাবন্ধু নাম লিখতে ভুলে গেছেন৷

আমরা আছি ডয়চে ভেলের সাথে, মিডিয়াম ওয়েভে প্রতি রাতে৷ গ্রহণ করি অনুষ্ঠানের স্বাদ, পাই শিক্ষা৷ ভালোকে গ্রহণ করে খারাপকে দিই বাদ৷ এভাবে চলছে দিন মাস বছর, অনুষ্ঠান শুনছি পঁয়ত্রিশ বছর৷ রেডিও অনুষ্ঠান করবেন না বন্ধ, তাতে আমাদের মত শ্রোতারা হবেন অন্ধ৷ রেডিও শ্রোতাসংঘ, হটুদেওয়ান, নাগেরপাড়া, বর্ধমান থেকে চিঠিতে লিখেছেন শ্রোতাবন্ধু অজয় কুমার সরকার৷

সংকলন: নুরুননাহার সরকার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক