1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষি আইন নিয়ে আরো বিড়ম্বনায় মোদী

২৮ সেপ্টেম্বর ২০২০

বিতর্কিত কৃষি আইনের বিরুদ্ধে ক্ষোভ আছড়ে পড়ল দিল্লিতেও। পুড়ল ট্র্যাক্টর। অন্যদিকে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

https://p.dw.com/p/3j5Gc
ছবি: Reuters/A. Abidi

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ বিভিন্ন রাজ্যে ছড়াচ্ছে। সোমবার সকালে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে একটি পুরনো ট্র্যাক্টরে আগুন ধরিয়ে দেয় জনা কুড়ি বিক্ষোভকারী। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের যুব কংগ্রেস কর্মীরাই এ কাজ করেছেন।  কারা ট্র্যাক্টরে আগুন ধরিয়েছেন তা খোঁজ করে দেখছে পুলিশ। পাঁচজনকে আটক করা হয়েছে। তবে ঘটনা হলো, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও কর্ণাটকের পর কৃষকদের ক্ষোভ দিল্লিতেও আছড়ে পড়ল।

পাঞ্জাবে কৃষকরা বিক্ষোভ থামাবেন না বলে জানিয়ে দিয়েছেন। তাঁরা বিভিন্ন রাস্তা বন্ধ করে রেখেছেন। এই অবস্থায় মোদী সরকারের বিরুদ্ধে চাপ আরো বাড়াতেপাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বিক্ষোভ জানাতে পথে নামছেন।

তিনি এর জন্য বেছে নিয়েছেন শহিদ ভগত সিংয়ের গ্রাম খটকর কলা-কে। সেখানে তিনি ভগত সিংয়ের জয়ন্তীতে তাঁকে শ্রদ্ধার্ঘ জানাবেন। তারপর সেখান থেকেই শুরু করবেন বিক্ষোভ আন্দোলন। পাশাপাশি তিনি রাজ্যে আইন বদল করে কৃষকদের স্বার্থ বজায় রাখা হবে বলে জানিয়েছেন। আইন বদলের জন্য আইনজ্ঞদের সঙ্গে আলোচনাও শুরু হয়ে গেছে।

বিতর্কিত এই তিন কৃষি বিলে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রোববারই সই করে দিয়েছেন। ফলে বিজ্ঞপ্তি জারির পর তা এখন আইনে পরিণত হয়েছে। এরপরই এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ আরো তীব্র হয়েছে। পাঞ্জাবে অমরিন্দর সিংয়ের বিক্ষোভে না নেমে উপায়ও ছিল না। কারণ, রাজ্য জুড়ে কৃষকরা রাস্তায়। কংগ্রেস তাঁদের সমর্থন করছে। অন্যদিকে অকালি দল এনডিএ থেকে বেরিয়ে এসে রাজ্যে আন্দোলনে নেমে পড়েছে। কৃষকদের স্বার্থরক্ষার পাশাপাশি তারা আক্রমণ করছে অমরিন্দর সিং-কে। এই অবস্থায় অমরিন্দারও রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)