1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃত্রিমতা রং নয়, স্বাভাবিকতাই সৌন্দর্য

২৭ মে ২০১২

সুন্দরী মডেল মানেই ফর্সা ত্বক, নির্মেদ শুকনো শরীর৷ সৌন্দর্যের প্রচলিত এ ধারণায় এবার পরিবর্তন এসেছে৷ কৃত্রিম ফর্সা ত্বক নয়, বরং দেশ ভেদে মানুষের গড়ন ও ত্বকের প্রকৃত রং তুলে ধরাকেই মনে করা হচ্ছে স্বাভাবিক সৌন্দর্য৷

https://p.dw.com/p/15395
ছবি: Fotolia/vgstudio

পান পাতার মত মুখের গড়ন৷ সে মুখে আছে পটল চেরা চোখ৷ আছে টিকালো নাক; টোল পড়া গাল; মেঘের মত কালো কেশ৷ ছিপছিপে গড়নের লম্বা শরীরের নিটোল অবয়ব৷ আর আছে দুধে-আলতা গায়ের বরণ৷ যুগ যুগ ধরে ধরে বাংলাদেশে এমনি তো ছিল – সুন্দরী নারীর বর্ণনা?

সুন্দরের এমন বর্ণনা শুনে দুঃখ ছিল কালো মেয়ের মনে৷ আর সে দুঃখ ঘোচাতেই হয়তো রবি ঠাকুর লিখেছেন ‘কালো, তা সে যতই কালো হোক/ দেখেছি তার কালো হরিণ চোখ৷'

ফ্যাশন জগতে নারী মডেলদের সৌন্দর্যের ক্ষেত্রেও রবীন্দ্রনাথের মতই এবার খানিকটা বিকল্প ভাবনা এনেছেন স্প্যানিশ-কলাম্বিয়ান ফ্যাশান ডিজাইনার রিকার্ডো রামোস৷

Frau mit Herz, Pasarela Cibeles Modeshow in Madrid
ছবি: AP

জার্মানির বার্লিনে বসবাসরত রামোস মনে করেন, ফ্যাশানের ক্ষেত্রে প্যারিস, নিউইয়র্ক আর লন্ডন কিছু ধরা বাঁধা নিয়ম করেছে৷ যেমন – মডেল হতে হলে উচ্চতা হতে হবে ৫ ফিট ৬ ইঞ্চি৷ একটি নির্দিষ্ট পরিমাণের বেশি হতে পারবে না বুক, কোমর ও নিতম্বের মাপ৷

এসব নিয়ম অনুসরণ করেই ফ্যাশন মডেলরা না খেয়ে ওজন কমাচ্ছেন৷ অপারশেন করে শরীরের অংশ কোথাও কমাচ্ছেন, আবার কোথাও বাড়াচ্ছেন৷ শুধু তাই নয়, দুনিয়ার প্রায় সব মডেলকেই পর্দায় দেখানো হয় ফর্সা ত্বকের অধিকারী৷

একেবারে ছাঁচে ফেলা, গতবাঁধা এসব নিয়মের পক্ষে নন রামোস৷ তাঁর মতে, মডেল হওয়া উচিত বাস্তব সম্মত৷ যেমন – ল্যাটিন অ্যামেরিকার দেশগুলোতে সাধারণত মানুষের গায়ের রং কালো৷ কিন্তু সেখানেও মডেলদের দেখানো হয় ফর্সা৷ রামোসের মতে, এটি বাস্তবসম্মতও নয়, কৃত্রিম৷

ভারতেও ঘুরে গেছেন রামোস৷ তাঁর মতে, সেখানেও ফ্যাশন মডেলদের পশ্চিমাদের মতো ফর্সা করে দেখানো হয়৷

রামোসের মতে, ইউরোপ, অ্যামেরিকা আর এশিয়ার সৌন্দর্য বিষয়ক মূল্যবোধ ও চিন্তাগুলো আলাদা৷ আর মানুষের গড়নও আলাদা৷ তাই, যে দেশের জন্য ফ্যাশন চিন্তা করা হবে সে দেশের সাধারণ মানুষের বাস্তব অবস্থা মাথায় রেখেই মডেল নির্বাচন করা উচিত বলেই মনে করেন তিনি৷ যেমন- ল্যাটিন অ্যামেরিকার মডেল একটু কালো, ভারতীয় মডেল একটু শ্যামলা হলেই বরং ব্যাপারটা দেখাবে অনেক ‘ন্যাচারাল' বা ‘স্বাভাবিক'৷

মডেলদের উপস্থাপনের ক্ষেত্রে অবশ্য এবার কিছু নির্দেশনা এনেছে বিশ্বখ্যাত ফ্যাশান ম্যাগাজিন ‘ভোগ'৷ ছয় দফার সেই নির্দেশমালা মেনে চললে মডেলদেরকে আর হয়তো কেবলই সাজিয়ে রাখা কাঠের পুতুলের মতো মনে হবে না৷ বরং বাস্তব সম্মতই মনে হবে বলে মন্তব্য করেছেন দুনিয়ার অনেক ফ্যাশানবোদ্ধা৷

প্রতিবেদন: টিনি ফন পোজার/আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য