1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্বাধীনতার আকাঙ্ক্ষা

২৬ সেপ্টেম্বর ২০১৭

সোমবার ইরাকি কুর্দিস্তানে স্বাধীনতার প্রশ্নে গণভোটের ফলে তুরস্ক, ইরান ও সিরিয়াসহ অনেক দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ বৃহত্তর কুর্দিস্তান আন্দোলনের আশঙ্কায় নতুন করে আঞ্চলিক স্থিতিশীলতা বিপন্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

https://p.dw.com/p/2khEh
ইরাকি কুর্দিস্তানে গণভোটের পোস্টার
ছবি: picture-alliance/dpa/D. Vinogradov

ইরাকের উত্তরে কুর্দিস্তান এলাকা সেই সাদ্দাম হুসেনের আমল থেকেই স্বায়ত্তশাসনে অভ্যস্ত৷ এবার পাকাপাকিভাবে স্বাধীন কুর্দি রাষ্ট্র ঘোষণা করতে চায় কুর্দি নেতৃত্ব৷ সেই লক্ষ্যে গণভোটে বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে৷ সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীন কুর্দিস্তানের পক্ষে রায় দেবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ তবে এই গণভোট কার্যকর করার কোনো আইনি বাধ্যবাধকতা নেই৷

ইরাকে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রধান মাসুদ বারজানি এই গণভোটকে হাতিয়ার করে ইরাকের সরকারের সঙ্গে স্বাধীনতা নিয়ে আলোচনা করবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ বারজানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গণভোটে ইতিবাচক রায় পেলে বাগদাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই তিনি সেই সিদ্ধান্ত কার্যকর করার চেষ্টা করবেন৷

কুর্দি এলাকার এক টেলিভিশন চ্যানেলের সূত্র অনুযায়ী প্রায় ৭৮ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ কুর্দিস্তানের বাইরে ইরাকের উত্তরে কিছু অংশেও এই গণভোট আয়োজন করা হয়েছে৷ আইএস-এর বিরুদ্ধে সংগ্রামের কারণে সেসব এলাকা আপাতত কুর্দি বাহিনীর দখলে৷ কুর্দিদের একটা বড় অংশ স্বাধীনতার পক্ষে ভোট দিলেও আরব ও তুর্কমেন সংখ্যালঘু সম্প্রদায় এমন পদক্ষেপের বিরোধিতা করছে৷ স্বাধীনতার পক্ষে রায় দেবার জন্য তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে৷ সোমবার ভোট গ্রহণের সম্ভবত ৭২ ঘণ্টা পর ফলাফল জানা যাবে৷

এই গণভোটকে কেন্দ্র করে আন্তর্জাতিক স্তরেও বিপুল তৎপরতা দেখা যাচ্ছে৷ কারণ, ইরাকি কুর্দিস্তান সত্যি স্বাধীনতা অর্জন করতে পারলে ইরান, তুরস্ক ও সিরিয়াসহ প্রতিবেশী দেশগুলিতে ছড়িয়ে থাকা কুর্দি সংখ্যালঘু সম্প্রদায়গুলিও একে একে সেই রাষ্ট্রে যোগ দিতে পারে৷ তাই তুরস্কসহ একাধিক দেশ এই গণভোটের তীব্র বিরোধিতা করে আসছে৷ তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান কুর্দিস্তান থেকে বহির্জগতে পেট্রোলিয়াম সরবরাহের পাইপলাইন বন্ধ করে দেবার হুমকি দিয়েছেন৷ এমনকি ইরাকি কুর্দিস্তানে সামরিক হামলার হুমকিও দিয়েছেন তিনি৷

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি কুর্দিস্তান অঞ্চলের গণভোটকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন৷ তিনি বলেন, আন্তর্জাতিক স্বীকৃতি ছাড়াই এই গণভোট অনুষ্ঠিত হয়েছে৷ তাই ইরাকি সরকার ও আন্তর্জাতিক সমাজসহ কেউই তার ফলাফল মেনে নেবে না৷ এদিকে ইরাকি সেনাবাহিনী তুরস্কের সেনাবাহিনীর সঙ্গে সীমান্তে বড় আকারের মহড়া শুরু করেছে৷

ইরান ও সিরিয়াও এই গণভোটের তুমুল সমালোচনা করেছে৷ ইরান ইরাকি কুর্দিস্তানের সঙ্গে বিমান যোগাযোগ বিচ্ছিন্ন করেছে৷ যৌথ সীমান্তও বন্ধ করে দিয়েছে সে দেশের কর্তৃপক্ষ৷ গৃহযুদ্ধে বিধ্বস্ত সিরিয়ার প্রশাসনও এই গণভোটের ফলাফল মেনে নেবে না বলে জানিয়েছে৷

মার্কিন প্রশাসনও ইরাকি কুর্দিস্তানে গণভোটের বিরোধিতা করেছে৷ ইরাকের ঐক্য ও অখণ্ডতা বজায় রেখে আইএস-এর বিরুদ্ধে সংগ্রামকেই বেশি গুরুত্ব দিতে চায় ট্রাম্প প্রশাসন৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)