1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভোটগ্রহণ শেষ, এবার ফলাফলের অপেক্ষা

১৫ জুন ২০২২

কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের প্রথম পরীক্ষা কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

https://p.dw.com/p/4Cjad
Bangladesch | Wahlen | Cumilla City Corporation
ছবি: bdnews24.com

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, ভোটের আগে কথার লড়াই উত্তাপ ছড়ালেও বুধবার ভোটের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মুখে বড় ধরনের কোনো অভিযোগ শোনা যায়নি৷ ভোটার উপস্থিতি নিয়েও মোটামুটি সন্তুষ্ট নির্বাচন কমিশন।

তবে ইভিএমের এ নির্বাচনে কিছু কেন্দ্রে ধীরগতিতে ভোট হওয়ায় ভোটারদের কিছুটা দুর্ভোগের শিকার হতে হয়েছে। অবশ্য ভোটের পরিবেশ নিয়ে বড় কোনো প্রশ্ন কোনো পক্ষ থেকেই আসেনি৷

জেলা প্রশাসক কামরুল হাসান সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলেছে। ওই সময়ের মধ্যে কেন্দ্রের নির্ধারিত চৌহদ্দির মধ্যে যারা ঢুকেছেন, নিয়ম অনুযায়ী তাদের সবারই ভোট নেওয়া হবে।''

পরে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রিটার্নিং কর্মকর্তা নিয়ন্ত্রণ কক্ষ ও ফলাফল পরিবেশন কেন্দ্র থেকে একীভূত ফলাফল ঘোষণা করা হবে।

Bangladesch | Wahlen | Cumilla City Corporation
ছবি: bdnews24.com

এক নজরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন:

>> ভোটার: ২,২৯,৯২০ জন (পুরুষ ১,১২,৮২৬; নারী ১,১৭,০৯২ ও হিজড়া ২)

>> ওয়ার্ড: সাধারণ ২৭, সংরক্ষিত ৯

>> ভোট কেন্দ্র: ১০৫

>> ভোট কক্ষ: ৬৪০।

>> আইনশৃঙ্খলা বাহিনী- ৩ হাজার ৬০৮

>> ৭৫টি চেকপোস্ট, ১০৫টি মোবাইল টিম, ১২ প্লাটুন বিজিবি, ৩০টি র‍্যাবের টিম, অর্ধশতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট, নয়জন বিচারিক হাকিম।

>> প্রার্থী: মেয়র ৫ জন, সাধারণ কাউন্সিলর ১০৬ জন ও সংরক্ষিত কাউন্সিলর ৩৬ জন।

Bangladesch | Wahlen | Cumilla City Corporation
ছবি: bdnews24.com

মেয়র প্রার্থীরা

>> রাশেদুল ইসলাম- ইসলামী আন্দোলন (হাতপাখা)

>> কামরুল আহসান বাবুল- স্বতন্ত্র (হরিণ)

>> মো. মনিরুল হক সাক্কু- স্বতন্ত্র (টেবিল ঘড়ি)

>> নিজাম উদ্দিন কায়সার- স্বতন্ত্র (ঘোড়া)

>> আরফানুল হক রিফাত- আওয়ামী লীগ (নৌকা)

Bangladesch | Wahlen | Cumilla City Corporation | Polizei
ছবি: bdnews24.com

এসিবি/ কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)