1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কুন্দুজের ক্ষতিপূরণ তাড়াতাড়ি দেবে বার্লিন

৯ ডিসেম্বর ২০০৯

আফগানিস্তানের কুন্দুজে জার্মান বিমান হামলায় ক্ষতিগ্রস্তদের পরিবারবর্গকে সহায়তা দেওয়ার বিষয়টি আদালতের বাইরেই মিটিয়ে নিতে সিদ্ধান্ত নিল বার্লিন৷ ওদিকে, আফগানিস্তানে মঙ্গলবার দুই আফগান নাগরিকের ওপর গুলি চালিয়েছে জার্মান সেন

https://p.dw.com/p/Kxjm
কুন্দুজে জার্মান সেনাবাহিনীর একাংশছবি: AP

২০১০ সালের গোড়াতেই আফগানিস্তানের কুন্দুজে জার্মান বিমান হামলায় হতাহতদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ শুরু করে দেবে বার্লিন৷ জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টিয়ান ডিন্সট এক সংবাদ সম্মেলনে মঙ্গলবার জানিয়েছেন আদালতের বাইরেই এই ক্ষতিপুরণের বিষয়টি ফয়সালা করার সম্ভাবনা সবচেয়ে জোরদার৷ প্রসঙ্গত, আফগানিস্তানের মোট ১৪২ টি ক্ষতিগ্রস্ত পরিবারের তরফে তাঁদের জার্মান আফগান আইনজীবি কারিম পোপাল সোমবার সাংবাদিকদের জানান, তাঁর মক্বেলরা মামলাটি নিয়ে দ্য হেগ-এর আন্তর্জাতিক আদালতে যাওয়ার বিষয়ে ভাবনাচিন্তা করছেন৷ জার্মান সরকারের ইঙ্গিত ছিল যে তারা আদালতে যেতে চায় না৷ মঙ্গলবার বিষয়টি স্পষ্ট করে দিয়ে বার্লিন জানাল, যত দ্রুত সম্ভব এই ক্ষতিপূরণের ব্যাপারটা মিটিয়ে দেওয়া হবে৷ এবং সরকারি আমলাতন্ত্র বা লালফিতের বাঁধন এই কাজে অন্তরায় হবে না৷ যার অর্থ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাঁদের প্রত্যাশিত আর্থিক ক্ষতিপূরণের অর্থ যথাস্বত্ত্বর হাতে পেয়ে যাবেন৷

গত সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের কুন্দুজে দুটি তেলের ট্যাঙ্কারের ওপর জার্মান বিমানহামলায় ১৪২ জন নিহত হয়, যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন নিরীহ সাধারণ নাগরিক৷ পরে জার্মান সরকার স্বীকার করে নেয়, এই বিমান হামলা ছিল সেনাবাহিনীর ভুল সিদ্ধান্ত৷ কিন্তু, এখন কত হতে পারে এই ক্ষতিপূরণের অঙ্ক ? ইতিমধ্যে জার্মান সংবাদ মাধ্যমের দেওয়া খবরে বলা হয়েছে, ক্ষতিপুরণের পরিমাণ হতে পারে ৩০ লক্ষ ইউরো৷ তবে এ নিয়ে আলোচনা আপাতত চলতি এবং পুরো অঙ্ক জানতে সময় লাগবে৷ কারণ কিছু অন্যান্য দিকও বিচার বিবেচনা করে দেখবে সরকার৷

Deutschland Bundestag Bonn Jubiläumssitzung Erster Bundestag Flash-Galerie
এই ক্ষতিপূরণ নিয়ে কোনরকম লালফিতের বাঁধন চায় না বার্লিন৷ছবি: AP

ওদিকে, আফগানিস্তানের কুন্দুজের কাছেই একটি চেকপয়েন্টে পথ চলতি কয়েকটি সন্দেহজনক মোটরবাইকের ওপর মঙ্গলবার গুলি চালায় জার্মান সেনারা৷ এই ঘটনার ৪৫ মিনিট পর এক আফগান পুরুষ অভিযোগ করেন তাঁর স্ত্রী এবং শিশুকন্যা সেনাদের ওই গুলিতে সামান্য আহত হয়েছেন৷ বার্লিন সূত্র জানিয়েছে, বিষয়টি তাদের গোচরে রয়েছে, এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে৷ প্রতিরক্ষামন্ত্রক জানাচ্ছে, পুরো বিষয়টি এ পর্যন্ত স্পষ্ট নয়৷ যদিও নিরীহ নাগরিকের ওপর জার্মান সেনার গুলিবর্ষণের আরও একটি অভিযোগ সম্পর্কে তারা ওয়াকিবহাল৷ প্রসঙ্গত, ওই কুন্দুজেরই আগের ঘটনা নিয়ে জল বহুদূর গড়িয়েছিল৷ তার জের ধরে প্রাক্তন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ফ্রাঞ্জ ইওজেফ ইয়ুং-কে পদত্যাগও করতে হয়েছে৷

প্রতিবেদন - সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, সম্পাদনা - রিয়াজুল ইসলাম