1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিভাবে চলে স্বয়ংক্রিয় গাড়ি?

৫ আগস্ট ২০১৯

গবেষকরা বলছেন, স্বয়ক্রিয় গাড়িতে থাকবে অসংখ্য ক্যামেরা আর সেন্সর৷ এর উচ্চ প্রযুক্তির ক্যামেরা রাস্তার বিভাজন, পথচারী ও যানবাহনের উপর তীক্ষ্ণ নজর রাখবে৷ এর সেন্সর এতই নিঁখুত যে নিক্ষেপিত শব্দতরঙ্গ আঘাত করে ফিরে এসে দূরত্ব পরিমাপ করে দেয়৷ সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, এ গাড়ি মানুষের চেয়েও দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারবে৷

https://p.dw.com/p/3NMos