1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যফ্রান্স

কিছু মানুষ কীভাবে সংক্রমণ এড়িয়ে যান?

২৮ ফেব্রুয়ারি ২০২৩

করোনা মহামারির সময় কিছু মানুষ বাকিদের তুলনায় সহজে সংক্রমিত হননি৷ গবেষকরা ব্লাড গ্রুপ ও অন্যান্য সম্ভাব্য কারণ খতিয়ে দেখে এমন রহস্য সমাধানের চেষ্টা করছেন৷ তবে এখনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/4O3WQ
Symbolbild I Stammzellenforschung
ছবি: Andrew Brookes/Westend61/imago images

এটা অনেকটা জুয়া খেলার মতো৷ অনেক মানুষ, এমনকি তরুণ ও সক্রিয় হওয়া সত্ত্বেও করোনা ভাইরাসের সঙ্গে প্রথম মোলাকাতেই আক্রান্ত হয়ে পড়েন৷ অন্যরা কিন্তু সুস্থ থাকেন৷

ইয়ুলিয়া এমনই একজন মানুষ৷ কিছুক্ষণ আগে তিনি প্রায় দেড় ঘণ্টা ধরে নিজের বাবার সঙ্গে প্রাতরাশ করছিলেন৷ সেই দিনই টেস্টে বাবার রিপোর্ট পজিটিভ এসেছে৷ দুই সপ্তাহ পরে ইয়ুলিয়ার বয়ফ্রেন্ডও ভাইরাস নিয়ে বাসায় ফেরেন৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘আমরা তিন দিন একসঙ্গে কাটিয়েছি৷ সে ‘সিটি ২১' মাত্রায় পজিটিভ ছিল৷ কিন্তু কয়েক দিন কেটে যাবার কারণে আমরা আর আলাদা হবার চেষ্টা করিনি৷ কিন্তু আমার সংক্রমণ ঘটেনি৷''

ইয়ুলিয়া সুস্থই থেকেছেন৷ কিছু কিছু মানুষ কেন চট করে সংক্রমিত হন না, গবেষকরা তা ব্যাখ্যা করতে নানা তত্ত্ব খাড়া করেছেন৷ ইমিউন সিস্টেম একটা কারণ হতে পারে৷ ভাইরাসের সংস্পর্শে আশার সময় গুরুত্বপূর্ণ হতে পারে অথবা ব্লাড গ্রুপও বিশেষ ভূমিকা পালন করতে পারে৷

মলিকিউলার বায়োলজিস্ট হিসেবে আন্দ্রে ফ্রাংকে ও তাঁর টিম জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করছেন৷ কিছু মানুষ কেন অন্যদের তুলনায় সংক্রমণ থেকে সুরক্ষা পান, সেটা জানাই তাঁদের উদ্দেশ্য৷ সেই প্রক্রিয়ায় তাঁরা ব্লাড গ্রুপের দিকে বিশেষ নজর দিয়েছিলেন৷ ব্লাড গ্রুপ ‘এ', ‘বি' না ‘ও', তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মনে করা হচ্ছে৷ প্রো. ফ্রাংকে বলেন, ‘‘এবিও, ব্লাড গ্রুপের অবস্থা এবং সংক্রমণের সম্ভাবনার মধ্যে আমরা স্পষ্ট সম্পর্ক পর্যবেক্ষণ করছি৷''

রক্তের নির্দিষ্ট কোনো গ্রুপ কি রোগ এড়াতে সহায়তা করে?

গোটা বিশ্বে একাধিক গবেষণায় বার বার দেখা গেছে, যে বাকিদের তুলনায় ‘ও' ব্লাড গ্রুপের মানুষের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম৷ ব্লাড গ্রুপগুলির মধ্যে পারস্পরিক সামঞ্জস্যই সম্ভবত এমন বৈষম্যের কারণ৷

মনে রাখতে হবে, বিভিন্ন ব্লা়ড গ্রুপের লোহিত রক্ত ​​কণিকায় আলাদা অ্যান্টিজেন থাকে৷ একমাত্র ‘ও' ব্লাড গ্রুপের একেবারেই কোনো অ্যান্টিজেন নেই৷ সে কারণে ‘ও' ব্লাড গ্রুপের মানুষ অন্য সব ব্লাড গ্রুপের মানুষকে রক্তদান করতে পারেন৷ তবে অন্য গ্রুপের মানুষের রক্ত গ্রহণ করতে পারেন না৷ অ্যান্টিজেন থাকার কারণে ইমিউন সিস্টেম সেই রক্ত প্রত্যাখ্যান করে৷

ফ্রান্সের এক গবেষক দলের তত্ত্ব অনুযায়ী ভিন্ন ব্লাড গ্রুপের মানুষের মধ্যে ভাইরাস সংক্রমণের ক্ষেত্রেও ঠিক সেই প্রবণতাই দেখা যায়৷ ‘ও' ব্লাড গ্রুপের কোনো মানুষ সহজে অন্য ব্লাড গ্রুপের মানুষের দ্বারা সংক্রমিত হন না৷ কিন্তু একবার সংক্রমিত হলে তিনি সহজেই বাকিদের সংক্রমিত করতে পারেন৷ প্রো. ফ্রাংকে বলেন, ‘‘শরীরের এক বা একাধিক কোষের মধ্যে ভাইরাস বংশবৃদ্ধির সময় প্রোটিন ও অন্যান্য পদার্থও উৎপাদন করে৷ ফলে এর ব্যাখ্যা পাওয়া যায়৷ বাস্তবে সেগুলি ব্লাড গ্রুপের অ্যান্টিজেন৷''

পরীক্ষায় দেখা গেল ইউলিয়ার ব্লাড গ্রুপ ‘এ'৷ তা সত্ত্বেও তিনি যে সুস্থ ছিলেন, তার কারণ হয়তো কম ভাইরাল লোড৷ সেই বিষয়টিও একটি ভূমিকা পালন করে৷

উলরিকে হাইমেস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান