1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কিংফিশার মাটিতে, কিন্তু ফোর্স ইন্ডিয়া উড়ছে

২৪ এপ্রিল ২০১৩

কাজেই ভারতীয় কোটিপতি বিজয় মালিয়াকে আর পায় কে! তাঁর ফোর্স ইন্ডিয়া দল এ মরশুমে পোডিয়াম পাবার মুখে৷ কিন্তু মালিয়া বাস্তববাদী৷ গত মরশুমেও ফোর্স ইন্ডিয়া অন্তত তিনবার পোডিয়াম পেতে চলেছিল, স্মরণ করিয়ে দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/18LSN
ছবি: Reuters

বাহরাইনে ফোর্স ইন্ডিয়া দলের স্কট ড্রাইভার পল ডি রেস্টা চতুর্থ হন, গতবছর সিঙ্গাপুরের পর তাঁর ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার৷ এমনকি রেস চলাকালীন তিনটি ল্যাপ ধরে ফোর্স ইন্ডিয়া সবার আগে ছিল৷ রেস যখন প্রায় শেষ হতে চলেছে, তখন লোটাসের রোম্যাঁ গ্রোসজঁ ডি রেস্টাকে ধরে না ফেললে ফোর্স ইন্ডিয়া সাখিরে তৃতীয় হতে পারত৷ এমনিতেই দু'টি ম্যাকলারেন, দু'টি ফেরারি, দু'টি মার্সিডিজ এবং একটি রেড বুলকে পিছনে ফেলে দেওয়া খুব কম কথা নয়৷

ডি রেস্টা ঠিক সেই অনুপাতে আত্মবিশ্বাসে ভরপুর৷ বলেছেন: ‘‘আমাদের প্রথম চারটি গ্রঁ প্রি থেকে আমরা অনেক আস্থা, ইতিবাচক অনেক কিছু অর্জন করেছি৷ কিন্তু পোডিয়াম পেতে গেলে টিমকে আপডেট আনার জন্য আরো সচেষ্ট হতে হবে – এখন যতটা করছে, তার চেয়ে বেশি বৈ কম নয়৷'' ডি রেস্টা যোগ করেন: ‘‘ওরা পোডিয়াম চায়৷ আমি বলেছি, আমাকে একটা দ্রুততর গাড়ি দাও৷ তাহলেই পোডিয়াম পাবে৷ ওরা যদি ডিজাইন অফিসে আর একটু গা লাগায়, আর একটু রিসোর্স দেয়, তাহলে পোডিয়াম না পাবার কোনো কারণ নেই৷''

Vijay Mallya Vorsitzender Kingfisher Airlines
বিজয় মালিয়াছবি: AP

রেস শুরু হওয়ার সময় তাঁর গাড়ি যে গ্রিডে তৃতীয় সারিতে ছিল, তা-তেই ফোর্স ইন্ডিয়ার যুগ্ম মালিক বিজয় মালিয়ার আত্মপ্রসাদ অনুভব করার কথা৷ কিন্তু মালিয়া বিজনেসম্যান, এবং বাস্তববাদীও বটে৷ তিনি বলেছেন, তিনিও অন্য সকলের মতো সাফল্য চান এবং: ‘‘তা পাবার জন্য আমি যথাসাধ্য করছি৷ গতবছর আমরা পোডিয়ামে ওঠার অন্তত তিনটি সুযোগ নষ্ট করেছি৷ আমার যে এর আগে কখনো পোডিয়ামে ওঠার মুখে ছিলাম না, এমন তো নয়৷ আমি কখনো কোনো প্রযুক্তিগত অনুরোধে ‘না' বলিনি৷ (টেকনিকাল ডাইরেক্টর) অ্যান্ডি গ্রিন জানে, আমি তাকে ১১০ পার্সেন্ট সাপোর্ট করতে রাজি৷ কিন্তু অর্থের অপচয় যাতে না হয়, তাকে সে দায়িত্ব নিতে হবে৷ আমাদের অপচয় করার মতো অর্থ নেই৷ আমি যদি কাল এই দলে আরো ১০০ মিলিয়ন ঢালি, তবে তা আমাকে ভালো পার্ফর্মেন্সের কোনো গ্যারান্টি দেবে না৷''

তবে আশা জাগাবে বৈকি৷ যেমন ডি রেস্টা সাংবাদিকদের জানিয়েছেন, বার্সেলোনায় পরবর্তী রেসের জন্য ‘সাম নিউ বিটস', অর্থাৎ গাড়িতে নতুন কিছু পার্টস কিংবা পরিবর্তন আসছে, ‘‘যেগুলো বেশ চাঞ্চল্যকর৷ সেগুলো যদি কাজ করে, তাহলে আমাদের মোড় ফিরে যেতে পারে৷''

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য