1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাশ্মীর ইস্যুতে মোদীর পাশেই ট্রাম্প

২৬ আগস্ট ২০১৯

ফ্রান্সের বিয়ারিটজে আয়োজিত হচ্ছে ‘জি সেভেন' সম্মেলন৷ সম্মেলনের পাশাপাশি সোমবার বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

https://p.dw.com/p/3OUDp
Biarritz Narendra Modi beim G7-Gipfel
ছবি: Reuters/P. Wojazer

কাশ্মীর ইস্যু নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে চাপা পরিস্থিতি অনেক দিন ধরেই চলছে৷ এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে একটি যৌথ সংবাদ সম্মেলনে জানান যে, তিনি কাশ্মীর বিষয়ে মধ্যস্থতা করতে ইচ্ছুক৷ এর সাথে ট্রাম্প এটাও বলেন যে, ভারতের প্রধানমন্ত্রী মোদী নাকি তাঁর কাছে এবিষয়ে পরামর্শ চেয়েছেন৷ যদিও ভারতীয় কর্তৃপক্ষ পুরো বিষয়টাই উড়িয়ে দিয়েছিল৷

এরপর আবার মুখোমুখি ট্রাম্প-মোদী৷ ‘জি সেভেন' বা ‘গ্রুপ অফ সেভেন' দলের সদস্য না হওয়া সত্ত্বেও, সম্মেলনে আমন্ত্রিত অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে রয়েছে ভারত৷

সরকারীভাবে, ভারতের অবস্থান এবিষয়ে স্পষ্ট৷ তারা মনে করে যে, কাশ্মীর আসলে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি দ্বিপাক্ষিক ইস্যু মাত্র৷ সেখানে কোনো তৃতীয় দলের মধ্যস্থতার প্রয়োজন নেই৷ সংলাপ দুই দেশের মধ্যে তখনই হবে, যখন আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদকে নিয়ন্ত্রণ করবে পাকিস্তান, মনে করে ভারত৷ উল্টোদিকে, পাকিস্তান বরাবরই জাতিসংঘ বা অন্য তৃতীয় পক্ষের মাধ্যমে সংলাপের কথা বলে আসছে৷

সম্প্রতি, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বিশেষ বৈঠকে উঠেছিল এই বিষয়টি৷ পাকিস্তানের পক্ষে চীন থাকলেও, ভারতের পাশে ছিল ফ্রান্স, রাশিয়া৷

সোমবার সম্মেলনের কাজকর্মের পাশাপাশি ভারতীয় ও অ্যামেরিকান নেতৃত্ব বৈঠকে বসেন ট্রাম্প ও মোদী৷ বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মোদী বলেন, ‘‘ভারত ও পাকিস্তানের মধ্যে সব সমস্যাই দ্বিপাক্ষিক৷ এখানে তৃতীয় কোনো রাষ্ট্রকে ডেকে এনে আমরা কিছু করতে চাই না৷ সংলাপের মাধ্যমেই সমাধান আসবে, আমরা নিশ্চিত৷’’

ট্রাম্প বলেন, ‘‘আমি এখানে আছি যদি তাদের আমাকে প্রয়োজন হয়৷ মোদী ও ইমরান খান উভয়ের সাথেই আমার সুসম্পর্ক৷ কিন্তু আমি মনে করি তারা নিজেরাই এই সমস্যার সমাধান করতে পারবেন৷ মোদী আমাকে আশ্বস্ত করেছেন যে কাশ্মীরে সব স্বাভাবিক আছে৷’’

এমন পরিস্থিতিতে কাশ্মীর বিষয়ে অ্যামেরিকার ভারতের সরকারী অবস্থানের পক্ষে থাকা কীভাবে নেবে পাকিস্তান, তা দেখার বিষয়৷

এসএস/কেএম (রয়টার্স, এফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য