কালো লাল সোনালী পতাকা | পাঠক ভাবনা | DW | 26.05.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কালো লাল সোনালী পতাকা

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আসন্ন বিশ্বকাপ ফুটবল খেলা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি৷ প্রিয় দল জার্মানির ...

কালো লাল সোনালী পতাকা ইতিমধ্যেই উত্তোলন করেছি৷ আমাদের আশা জার্মানি এবার বিশ্বকাপ জয় করবে৷ কিন্তু আমাদের প্রিয় খেলোয়াড় মিশায়েল বালাক আহত হওয়ার কারণে বিশ্বকাপ-এ খেলতে পারবেনা জেনে আমরা সত্যি ভীষণ ভীষণ দুঃখিত ও মর্মাহত৷ দুর্ভাগ্য বালাকের , দুর্ভাগ্য আমাদের৷ তবুও দেখা যাক৷ মোখলেসুর রহমান, বহলবাড়িয়া, কুষ্টিয়া, বাংলাদেশ৷

২২ মে, আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস৷ এই মুহূর্তে সমগ্র বিশ্ববাসীর সামনে জলবায়ু পরিবর্তন রোধ এবং জীব ও প্রাণীকুলের অস্তিত্বকে বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে রাখা একটা বিরাট ইস্যু তাই এই দিনটির গুরুত্ব অপরিসীম৷ পরিবেশ সংরক্ষণ বিষয় নিয়ে আমরা ডয়চে ভেলের অনুষ্ঠানে প্রায়ই তথ্য সমৃদ্ধ পরিবেশনা শুনতে পাই এবং আগামী দিনে আরও নতুন নতুন বিষয় তুলে ধরবে তাতে কোনো সন্দেহ নেই৷ আগামীকালের অনুষ্ঠানে এই বিশেষ দিনটিকে সামনে রেখে অন্তত একটা প্রতিবেদন পরিবেশনার অনুরোধ রইলো৷ শুভেচ্ছা সহ, সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত৷

আপনাদের কেন্দ্র থেকে প্রচারিত বিশ্বসংবাদ খুব ভালো লাগছে৷ গৌতম মণ্ডল, রাজশাহী, বাংলাদেশ৷

অনেক অনেক ভালোবাসা রইলো৷ বাংলা অনুষ্ঠান সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী শ্রোতাদের মাঝে এক মেলবন্ধন গড়ে তুলেছে৷ শুধু তাই নয়, ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান শুনে অনেক অজানা বিষয় জানা যায় যা আমাদের কাজে লাগে৷ মশিউর রহমান, ধারাইল, নাটোর, বাংলাদেশ৷

১১ই জ্যৈষ্ঠ বিদ্রোহী কবির কথা মনে আছে তো ? এদিন সুরের ভুবন চাই৷ তপতী সরকার, বর্ধমান, ভারত৷

সবার জন্য শুভেচ্ছা৷ গতকাল সকালের বিশ্ব সংবাদ থেকে শুরু করে বাংলাদেশের উপকুলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আইলার বর্ষপূর্তিতে সেখানকার দুর্গত মানুষের অবস্থা নিয়ে ঢাকার রিপোর্ট, আজকের জাতীয় দৈনিকের শিরোনাম নিয়ে আলোচনা, ব্রিটেনের অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মুসা ইব্রাহিমের এভারেস্ট জয় এবং ফিচার পর্বে হেল্থলাইনে তরুণদের ওজন বৃদ্ধি ও মোনালিসায় বিশ্বকাপ ফুটবল শুরুর প্রাক্কালে দক্ষিণ আফ্রিকায় জোর করে মেয়েদের পতিতা বৃত্তিতে বাধ্য করা নিয়ে অনুষ্ঠান সব মিলিয়ে গোটা পরিবেশনা ছিল এক অনবদ্য উপহার৷ কিন্তু তার পরেও কিছু কথা, আজ ২৫ মে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী৷ এ উপলক্ষে সকালের অধিবেশনে একটি বিশেষ পরিবেশনা পাবার আশায় ছিলাম কিন্তু শেষ পর্যন্ত গানের অংশে গিয়েও নজরুল গীতির একটি ছোট্ট কলিও শুনতে পেলাম না৷ এতে নতুন ধারণা জন্মালো যে, অনেক সময় ডয়চে ভেলে হয়তো শ্রোতাদের মতামতকে উপেক্ষা করতেও দ্বিধা করে না৷ সবার শুভ কামনায় - আব্দুল কুদ্দুস মাস্টার, মমতাজ বেগম ও অন্যান্যরা, শাপলা শর্টওয়েভ এন্ড ডয়চে ভেলে লিসনার্স ক্লাব, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷