1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিপ্লব আনবে কার্বন ফাইবার?

২৬ ডিসেম্বর ২০১৬

কংক্রিট ছাড়া আধুনিক নগর-কেন্দ্রিক সভ্যতার অস্তিত্ব কল্পনাই করা যায় না৷ এবার জার্মান বিজ্ঞানীরা আরও হালকা ও মজবুত কংক্রিট তৈরি করে নির্মাণের ক্ষেত্রে অনেক সমস্যা দূর করতে পেরেছেন৷

https://p.dw.com/p/2Us4V
ছবি: Deutscher Zukunftspreis/Ansgar Pudenz

আধুনিক যুগে কংক্রিটের তুলনা মেলা ভার৷ ইস্পাতের এক খাঁচা কংক্রিটকে প্রয়োজনীয় স্থিতিশীলতা দেয়৷ কিন্তু রি-ইনফোর্সড কংক্রিট অত্যন্ত ভারি ও দামি, সেইসঙ্গে ক্ষয়িষ্ণুও বটে৷

এর এক বৈপ্লবিক বিকল্প হলো কার্বন ফাইবার৷ সেটি কংক্রিটকে আরও হালকা, আরও শক্তিশালী ও আরও নমনীয় করে তোলে৷ ড্রেসডেন শহরের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো. মানফ্রেড কুয়রবাখ-এর নেতৃত্বে একদল ইঞ্জিনিয়ার ইস্পাতের কংক্রিটের বদলে তথাকথিত টেক্সটাইল কংক্রিট কাজে লাগাচ্ছেন৷ এর মাধ্যমে বিস্ময়কর সুফল পাওয়া যাচ্ছে৷ তিনি বলেন, ‘‘টেক্সটাইল কংক্রিট সাধারণ কংক্রিট ও রিইনফোর্সমেন্ট হিসেবে কার্বন দিয়ে তৈরি৷ অর্থাৎ ইস্পাতের কংক্রিটের সঙ্গে তফাত হলো, এতে জং ধরবে না৷ আর কার্বন থাকায় তাতে ক্ষয়ের আশঙ্কা নেই৷''

কার্বন থেকে যে ফাইবার বার করা হয়, তার ব্যাস মাত্র ৫ মাইক্রোমিটার – যা মানুষের চুলের তুলনায় ১০ গুণ ছোট৷ সেই ফাইবার এক বিশাল তাঁত যন্ত্রে ২৩০টিরও বেশি স্পুলে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে মজবুত করা হয়৷ প্রো. কুয়রবাখ বলেন, ‘‘রিইনফোর্সমেন্টের উপকরণ হিসেবে কার্বন ফাইবার কাজে লাগানো হচ্ছে, যা অত্যন্ত নরম৷ সেটি মৌলিক অবস্থায় সহজে কংক্রিটের মধ্যে বসানো সম্ভব নয়৷ তাই টেক্সটাইল যন্ত্রের মধ্যে সেটির রূপান্তর ঘটিয়ে একটা প্রলেপ দিয়ে শক্ত করা হয়৷ একই সঙ্গে সেই ফাইবার নির্দিষ্ট দিকে এমনভাবে বসানো হয়, যাতে সেটি কংক্রিটের মধ্যে আদর্শভাবে কাজ করতে পারে৷''

সর্বোচ্চ ৫০,০০০ ফাইবার মিলিয়ে একটি সুতা তৈরি হয়৷ এক স্বয়ংক্রিয় তাঁত যন্ত্রে সেই সুতো বুনে এক দীর্ঘ জাল তৈরি করা হয়৷ এই জটিল প্রক্রিয়ার মাধ্যমে কংক্রিটের ভেতরের টেক্সটাইল অংশ সৃষ্টি হয়৷ ফাইবার আরও উন্নত করতে স্তিতিশীলতার স্বার্থে জালের উপর এক প্রলেপ লাগানো হয়৷ প্রায় ১৫ মিনিট ধরে রূপান্তর প্রক্রিয়ার পর অবশেষে সুতো প্রস্তুত হয়৷

কংক্রিটের উপকরণ হলো সিমেন্ট, বালু ও পানি৷ ড্রেসডেন বিশ্ববিদ্যালয় গবেষণাগারে এক বিশেষ মিশ্রণ তৈরি করা হয়েছে৷ তার মধ্যে অত্যন্ত উন্নত মানের সিমেন্ট ও অন্যান্য উপকরণ রয়েছে৷

উন্নতমানের এই কংক্রিট ও কার্বন সুতো দিয়ে টেক্সটাইল কংক্রিটের অত্যন্ত পাতলা পাত তৈরি হয়৷ সাধারণ রিইনফোর্সড কংক্রিটের তুলনায় এটি অনেক হালকা এবং বেশি মজবুত৷ মাত্র কয়েক মিলিমিটার পাতলা উন্নত মানের কংক্রিটকে একটি ছাঁচে ঢেলে সমানভাবে ছড়িয়ে দিয়ে চূড়ান্ত রূপ দেওয়া হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান