1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কারাদণ্ড পাওয়া ডেসটিনি প্রেসিডেন্ট হারুন এখন হাসপাতালে

১৩ মে ২০২২

ডেসটিনির প্রতারণার মামলায় চার বছরের কারাদণ্ড হয়েছে তার, তবে রায়ের পর হাসপাতালে ভর্তি হয়েছেন ডেসটিনির প্রেসিডেন্ট, সাবেক সেনা প্রধান হারুন-অর-রশীদ।

https://p.dw.com/p/4BFJG
ছবি: bdnews24.com

বৃহস্পতিবার বহুল আলোচিত এই মামলার রায় হয়। তাতে ৪৬ জন আসামিরই সাজা হয়। হারুনকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং সাড়ে ৩ কোটি টাকা জরিমানা করা হয়। এই অর্থ দিতে না পারলে তাকে আরো ছয় মাস কারাভোগ করতে হবে।

জামিনে মুক্ত থাকা হারুন রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর অন্য আসামিদের সঙ্গে তাকেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ হয়। তবে বিকালেই তাকে কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইই) হাসপাতালে ভর্তি করাতে দেখা যায়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘‘উনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’’ এ বিষয়ে বিস্তারিত কিছু আর বলতে চাননি কারা কর্তকর্তাদের কেউ।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নজরুল ইসলাম খান জানান, ‘‘বিকেলের দিকে কার্ডিয়াক প্রবলেম নিয়ে হাসপাতালে এলে তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।’’

সাবেক সেনাপ্রধান হারুন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি সেক্টর কমান্ডার্স ফোরাম গঠনের সময় সদস্য সচিব ছিলেন। ডেসটিনি কেলেঙ্কারির পর তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নিয়ে আত্মসাতের অভিযোগে ১০ বছর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) ডেসটিনির কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করলে ২০১২ সালে কারাগারে যেতে হয়েছিল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনকে। পরে তিনি জামিনে মুক্তি পান।

এএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)

২৫ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন..

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য