1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জেলে থাকলেও লাগবে ভাড়া

১৬ জানুয়ারি ২০১৪

না কোনো ভুল নয়, যা দেখলেন বা পড়লেন, সেটা একদম ঠিক৷ আপনি যদি কোনো অপরাধে কারাভোগ করেন এবং সেই কারাগার যদি হয় নেদারল্যান্ডসে, তবে সেখানে থাকতে আপনাকে ভাড়া গুনতে হবে৷ এবার এমনই এক আইন করতে যাচ্ছে ডাচ সরকার৷

https://p.dw.com/p/1Aqmv
Brasilien Gefängnis Überfüllung Archiv 2006
ছবি: picture-alliance/dpa

আইন ও বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র ভিবি আলকেমা জানিয়েছেন, আইন ও বিচার প্রতিমন্ত্রী ফ্রেড টিফেন মনে করেন, সাজাপ্রাপ্ত বন্দিদের জেলে থাকাকালীন সময়ে নিজেদের থাকা-খাওয়ার খরচের অন্তত একটা অংশ দেয়া উচিত৷ আলকেমা বার্তা সংস্থা এএফপি-কে আরো জানান, প্রতিমন্ত্রী মনে করেন, কোনো ব্যক্তি সাজা পেলে তার খরচ বহন করার দায়িত্ব সরকার বা সমাজের একার নয়৷ তিনি জানান, এক এক বন্দির প্রতিদিন থাকা খাওয়ার খরচ দিতে ডাচ সরকারের খরচ হয় প্রায় ২৫০ ইউরো৷

সোমবার এ সংক্রান্ত বিলটি পার্লামেন্টে উত্থাপন করা হয়৷ সংসদের দুই কক্ষে যদি এটা পাস হয়, তবে বন্দিদের খরচ গুনতে হবে প্রতিদিন ১৬ ইউরো করে৷ অবশ্য দৈনন্দিন খরচ বাবদ এই অর্থ তাদের দিতে হবে মাত্র দু'বছরের জন্য৷ অর্থাৎ, কোনো কয়েদি যদি দু'বছরের বেশি সময় জেলে থাকে, তবে প্রথম দুই বছরের পর তার আর নিজের থাকা-খাওয়ার খরচ বাবদ প্রতিদিনকার ১৬ ইউরো আর দিতে হবে না৷ স্বাভাবিকভাবেই, বছরের পর বছর কারাগারে থাকলে রুজি-রোজগারটা আর তাদের হবে কিসের থেকে?

জানা গেছে, ক্ষমতাসীন জোটের শরীক দলগুলো এই বিলটি পাসের ব্যাপারে একমত হয়েছে৷ অনুমোদিত হলে ২০১৫ সালের ১ জানুয়ারি থেকে আইনে পরিণত হবে বিলটি৷ এছাড়া নিজেদের নির্দোষ প্রমাণ করার ব্যাপারে তদন্তের প্রয়োজন হলেও বন্দিদের কিছু অর্থ দিতে হতে পারে এবং এই সংক্রান্ত একটি বিলের কথাও এবার ভাবছে সরকার৷ কর্তৃপক্ষ জানিয়েছে, নেদারল্যান্ডসের বিভিন্ন কারাগারে অন্তত ১২,১০০ বন্দি রয়েছে৷

বেকারত্ব এবং বাজেট ঘাটতির কারণে গত বছর ১৯টি কারাগার বন্ধের ঘোষণা দেয় ডাচ সরকার৷ তবে ডাচ ‘প্রিজনার্স রাইটস গ্রুপ অফেন্ডার্স অ্যাসোসিয়েশন' জানিয়েছে, এই পরিকল্পনা ইউরোপীয় মানবাধিকার আইনের বিরুদ্ধে৷ কেননা সেখানে বলা হয়েছে যে, বন্দিদের খরচ বহন করতে একরকম বাধ্য দেশের সরকার৷

এপিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য