1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কামরুল আমানের ১৪০০ মাইল ‘জাগরণ পদযাত্রা’

সালেক খোকন
২৯ মার্চ ২০২১

১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের হত্যাযজ্ঞ থেকে পালিয়ে প্রায় এক কোটি শরণার্থী আশ্রয় নিয়েছিল ভারতে৷ বিশাল এ জনগোষ্ঠীর ভরনপোষণের দায়িত্ব চাপে ভারতের ওপর৷ ফলে একসময় শরণার্থীদের ফিরিয়ে দিতে দেশটির সরকারের ওপর চাপ বাড়তে থাকে৷

https://p.dw.com/p/3rLF4

এমন পরিস্থিতিতে সমর্থন আদায়ে একদল বাংলাদেশি যুবক আয়োজন করেন ১৪০০ মাইল পদযাত্রার৷ সেই দলের উপনেতা কামরুল আমান কথা বলেছেন ডয়চে ভেলের সঙ্গে৷ সাক্ষাৎকার নিয়েছেন সালেক খোকন৷