1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাজাখস্তানে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ১২

২৭ ডিসেম্বর ২০১৯

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কাছে বেক এয়ারের বিধ্বস্ত ওই বিমানের অন্তত ৬০ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷

https://p.dw.com/p/3VNXq
Flugzeugabsturz in Kasachstan
ছবি: picture-alliance/dpa/AP/Emergency Situations Ministry of the Republic of Kazakhstan

কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতির কাছে বেক এয়ারের বিধ্বস্ত ওই বিমানের অন্তত ৬০ আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে৷ তবে তাদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক৷

ওই ফ্লাইটে মোট ৯৩ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন৷ স্থানীয় সময় শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়৷ সেটি কাজাখস্তানের রাজধানী নুরসুলতানে যাচ্ছিল৷

সকাল ৭টা ০৫ এ আকাশে উড়ার কয়েক মিনিটের মাথায় বিমানটি নিচে নেমে যেতে শুরু করে এবং একটি দোতলা ভবনের সঙ্গে ধাক্কা খায়ে অন্য একটি প্রাচীরের উপর ভেঙ্গে পড়ে৷

আলমাতির গভর্নরের পক্ষ থেকে এক বিবৃতিতে অন্তত ৩৫ আরোহী আহত হয়েছেন বলে জানানো হয়েছে৷ তাদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক৷ যে কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্ঘটনাস্থলের ছবিতে বিমানটি ভেঙে দুই টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়৷ তবে আগুন না ধরায় অনেক যাত্রী প্রাণে বেঁচে গেছেন৷ বিমানটি মাটিতে পড়ার পর একজন ক্রু জরুরি নির্গমনের পথ খুলে দিয়ে যাত্রীদের বের করে দেন৷ 

বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, বিমানটি নিচে নামার সময় ‘বিকট শব্দ' হচ্ছিল৷

‘‘সব কিছু সিনেমার মত হচ্ছিল৷ লোকজন চিৎকার করে কাঁদছিল৷''

এক টু্ইটে কাজাখ প্রেসিডেন্ট কাসিম-জমারাত তোকায়েভ হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি যাদের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে তাদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন৷

এর আগে গত মার্চেও বেক এয়ারের একটি ফোকের-১০০ বিমান নুরসুলতান আন্তর্জাতিক বিমানবন্দরে ১১৬ আরোহী নিয়ে জরুরি অবতরণ করে৷  তবে সেবার কেউ হতাহত হয়নি৷

এসএনএল/কেএম (এপি, রয়টার্স)