1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাচ ভেঙে যায় কেন?

১০ সেপ্টেম্বর ২০১৯

হাত ফসকে কখনো কাচের গ্লাস ফেলে দেন নি, এমন মানুষ পাওয়া কঠিন৷ কিন্তু কাচ কেন এত ভঙ্গুর ও নাজুক? ধাতুর তুলনায় কাচের বৈশিষ্ট্যই বা কেন এত আলাদা? এই সব প্রশ্নের উত্তর পেতে কাচ সম্পর্কে আরও জানতে হবে৷

https://p.dw.com/p/3PK22
Symbolbild Wasserglas
ছবি: Colourbox/Haivoronska_Y

কাচ কেন ভেঙে যায়? তবে সবার আগে জানতে হবে, কাচ কীভাবে তৈরি হয়৷ বালু, সোডা, চুন ও পুরানো কাচ সাধারণ কাচ তৈরির উপকরণ৷ প্রথমে সবকিছু গুড়া করা হয়৷ তারপর ১,০০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রায় গলানো হয়৷ উত্তাপের ফলে উপকরণগুলি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এক শক্ত রূপ ধারণ করে৷ সেটি দিয়ে বোতল, গ্লাস বা জানালার কাচ তৈরি করা যায়৷

ধাতু নমনীয় হয় ও তা বাঁকানো যায়৷ কিন্তু শীতল হবার পর কাচ শক্ত ও ভঙ্গুর হয়ে পড়ে৷ খুব বেশি চাপের মুখে আকার বদলানোর বদলে কাচ ভেঙে যায়৷ উপর থেকে পড়ে গেলেও কাচ সেই ধাক্কা সামলাতে পারে না৷

কাচ তাপমাত্রার পরিবর্তনও সহ্য করতে পারে না৷ উপর থেকে যে তরল পদার্থ ঢালা হয়, তার সঙ্গে কাচের তাপমাত্রার ফারাক বেশি হতে হবে৷ তাছাড়া শীতল বা গরম করার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত হতে হবে৷ শীতল গ্লাসে গরম পানি ঢালা উচিত নয়৷ ধাতুর তুলনায় কাচ মোটেই ভালভাবে উত্তাপ বহন করতে পারে না৷

গরম গ্লাসে শীতল পানি ঢাললে গ্লাসের ভিতরের অংশ সঙ্কুচিত হয়ে পড়ে৷ কিন্তু বাইরের অংশ গরমই থাকে৷ ফলে সারফেস টেনশন দেখা যায়৷ সামান্য চিড় ধরলেও তা ছড়িয়ে পড়ে কাচ ভেঙে দেয়৷

শব্দতরঙ্গও কাচ ভেঙে দিতে পারে৷ তবে তার জন্য নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যে দীর্ঘ সময় ধরে জোরালো শব্দ সৃষ্টি করতে হবে৷ সে ক্ষেত্রে কাচের মধ্যে কম্পন দেখা দেবে, যেমনটা এই সেতুর ক্ষেত্রে দেখা যাচ্ছে৷ অনেক সময় ধরে দুলতে থাকলে বিপর্যয় দেখা দেবে৷ কাচ তখন ভেঙে যাবে৷ কোনো ত্রুটি, দুর্বলতা অথবা সামান্য চিড় ধরলেও কাচ সহজেই ভেঙে যায়৷

মিশায়েল হার্টলেপ/এসবি