1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কাগজের প্রকৌশলী

২৩ জানুয়ারি ২০২০

তিনি নিজেকে শিল্পী বলতে চান না, বরং প্রকৌশলী বলে আরাম পান৷ বেলারুশের অ্যালেক্সেই জ্যোলনার কাগজ দিয়ে মিনিয়েচার তৈরি করেন৷ বড় বড় যন্ত্রপাতি, সঙ্গীতযন্ত্র এসব কাগজ দিয়ে এমনভাবে তৈরি করেন যে সেখানে কোনো ফাঁক থাকে না৷

https://p.dw.com/p/3Wj3P
DW euromaxx 23.11.19 Papier-Bastler Aliaksei Zholner
ছবি: DW

বেলুনের বাতাস কাগজের তৈরি ছোট্ট একটি বস্তুকে জীবন্ত করে তুলছে৷ আলেক্সেই জ্যোলনারের মডেলগুলো খুবই ছোট, কিন্তু কার্যকরী৷ ছোটবেলা থেকেই এই বেলারুশিয়ান কাগজ দিয়ে নানা নকশা বানান৷

দশ বছর বয়সে চেয়েছিলেন কাগজের ইঞ্জিন বানাতে৷ তবে তা সম্ভব হয় আরো পরে৷ তিনি মিনিয়েচার তৈরি করতে থাকেন যতক্ষণ না তা পুরোপুরি ঠিক হয়৷ যেমন, জটিল মডেলগুলোতে আটবার পর্যন্ত চেষ্টা করেছেন তিনি৷

জ্যোলনারের ভাষায়, ‘‘এগুলো কাজ করবেই এমনটা ভাবার কোনো কারণ নেই৷ প্রথমবার চেষ্টা করে তো জীবনেও হয়নি৷ মডেলগুলো ছোট বলে ভুল করে এক ফোটা গ্লু বেশি পড়ে যেতে পারে৷ তখন আবার প্রথম থেকে শুরু করতে হবে৷''

অ্যালেক্সেই জ্যোলনার সম্প্রতি চার সিলিন্ডারের একটি ইঞ্জিন তৈরি করেছেন৷ ৩৪ বছর বয়সী এই যুবকের একেকটি মডেল তৈরিতে কমপক্ষে এক সপ্তাহ লাগে৷ সাধারণত সন্ধ্যার দিকে তিনি এই হাতের কাজ নিয়ে বসেন৷ কয়েক মাস ধরে পরিকল্পনা করেন৷ তাঁর মডেলগুলো সাধারণত আকারে কয়েক সেন্টিমিটার হয়৷ সেখানে প্রতিটি ভাজ থাকতে হবে৷


‘‘ধৈর্য্যহারা হলে চলবে না৷ আপনার খুব চমৎকার আইডিয়া থাকতে পারে৷ কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আগ্রহও হারিয়ে ফেলতে পারেন, যদি তা ঠিকমত তৈরি না হয়৷ আইডিয়া নিয়ে অনেক আগ্রহ থাকতে হবে,'' বলেন এই প্রকৌশলী৷
একটা বানানোর সময়ই সাধারণত পরের প্রকল্পের আইডিয়া অ্যালেক্সেইয়ের মাথায় আসে৷ তাঁর মডেলগুলো অন্যদেরও আগ্রহী করে তোলে৷
ইউটিউবে তাঁর চ্যানেলে থাকা ভিডিওগুলোতে লাখ লাখ ক্লিক হয়েছে৷ ১৮ হাজার সাবস্ক্রাইবার নিয়মিত তাঁর মডেল তৈরির ভিডিওগুলো অনুসরণ করেন৷
তাঁর কাছে সব রকমের মডেল কাগজ ও কার্ডবোর্ড দিয়ে তৈরি, এমনকি ছোট ছোট সঙ্গীতযন্ত্রগুলোও৷ জটিল এই মডেলগুলো তৈরি অ্যালেক্সেই জ্যোলনারের শখ৷ বেলারুশের রাজধানী মিনস্কে তিনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করেন৷ কিন্তু প্রযুক্তি ও কাগজ নিয়ে তাঁর প্রচণ্ড আগ্রহ৷ অবশ্য পুরস্করস্বরূপ সামাজিক গণমাধ্যমে মানুষের ভালোবাসাও পান৷
‘‘পরিকল্পনা থেকে শুরু করে বানানো, পুরো প্রক্রিয়া যখন খুব সুন্দরভাবে হয়ে যায়, তখন এক রকমের সন্তুষ্টি অনুভব করি৷ আমার মডেলগুলোর খুব সাধারণ একটি বৈশিষ্ট্য আছে৷ হয় এটা হবে, না হয় হবে না৷ যদি সব ঠিকঠাক হয়, তাহলে খুব ভালো অনুভূতি হয়,'' বলেন তিনি৷
অ্যালেক্সেই নিজেকে কাগজের শিল্পী নন, বরং একজন প্রকৌশলী হিসেবে দেখতে পছন্দ করেন৷ তাঁর মডেলগুলো দেখিয়ে দিয়েছে, কাগজ দিয়ে চিন্তার বাইরেও অনেক কিছু করা সম্ভব৷

এমিলি শেরউইন/জেডএ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য