‘কাঁকড়া খেতে খুব ভালো লাগে' | পাঠক ভাবনা | DW | 27.02.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘কাঁকড়া খেতে খুব ভালো লাগে'

বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশে নানা পণ্য রপ্তানি করে৷ গত সাত মাসে শুধুমাত্র কাঁকড়া রপ্তানি করেছে ২৭ মিলিয়ন ডলারের৷ এ বিষয়ে তৈরি ছবিঘরটি নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকরা নানা মন্তব্য করেছেন৷

পাঠক সাজ্জাদ হোসেন খুব গর্বিত যে, তাঁর নিজের দেশের কাঁকড়া বিদেশে রপ্তানি হচ্ছে৷ আর পাঠক শাহীনুর রহমান কাঁকড়া খাওয়ার সুখস্মৃতির কথা লিখেছেন এভাবে, ‘‘কাঁকড়া খেয়েছিলাম কোনো একদিন, পতেঙ্গা সাগর পাড়ে৷''

ডয়চে ভেলের ফেসবুক বন্ধু আমির হোসেনও কাঁকড়া খেতে খুবই পছন্দ করেন৷ পাঠক দিন হায়দারের মতে, দেশে নাকি কাঁকড়ার দাম খুব বেশি৷

তবে পাঠক বিকাশ ধরের ভাবনা একটু অন্যরকম৷ তাঁর ধারণা, দেশের মানুষ কাঁকড়া খায়না বলেই নাকি বিদেশে রপ্তানি করা হয়৷ তাঁর ভাষায়, ‘‘আমাদের দেশের মানুষ এত সুস্বাদু খাদ্যের মূল্য বোঝে না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক 

নির্বাচিত প্রতিবেদন