1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় সোভিয়েত সাহিত্য নিয়ে আগ্রহ

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
২২ ফেব্রুয়ারি ২০২৩

সাহিত্য থেকে বিজ্ঞানচর্চা, মৌমাছিপালন থেকে সমাজবিদ্যা, রাজনীতি - যে কোনো বিষয়ের উপর সুলভমূল্যে উন্নতমানের সোভিয়েত বইয়ের বঙ্গানুবাদ পাওয়ার কেন্দ্র ছিল কলকাতার মনীষা গ্রন্থালয়৷

https://p.dw.com/p/4NmeE

১৯৬৪ সালে কলেজ স্ট্রিটে স্থাপিত এই দোকানটিতে সোভিয়েত পতনের পর এসব বইয়ের নতুন সংস্করণ আসা বন্ধ হয়ে যায়৷ তবে এতদিন পরেও সোভিয়েত বইয়ের বাংলা অনুবাদের প্রতি আগ্রহে ভাটা পড়েনি৷ প্যারালাল প্রেসের মতো নতুন প্রকাশকরা সংরক্ষিত পিডিএফ থেকে অনেক পুরোনো সোভিয়েত বই নতুন করে ছাপছেন৷ পুরোনো বই বিক্রির পাশাপাশি অনেক বই নতুন করে ছাপছে মনীষা গ্রন্থালয়ও৷