1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতায় খুন এমপি আনোয়ারুল আজিম, পুলিশ এখনো দেহ পায়নি

২২ মে ২০২৪

ঝিনাইদহ-৪-এর আওয়ামী লীগ এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এখনো দেহ পায়নি পুলিশ।

https://p.dw.com/p/4g84b
কলকাতার নিউটাউনে অ্যাকশন এরিয়া এক-এ সঞ্জীব গার্ডেনস আবাসন।
কলকাতার নিউ টাউনের এই আবাসনের একটি ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালাচ্ছে। ছবি: Satyajit Shaw/DW

বুধবার দুপুরে কলকাতার উপনগরী নিউ টাউনের অ্যাকশন এরিয়া এক-এ সঞ্জীব গার্ডেনসের একটি ফ্ল্যাটে পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশের একটি বড় দল সেখানে যায়। অনেকক্ষণ ধরে তারা সেখানে তদন্তের কাজ চালায়। ওই বাড়িতেই আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে বলে পুলিশের ধারণা।

পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি-র আইজি অখিলেশ বলেছেন, ‘‘আনোয়ারুল আজিমের নিখোঁজ হওয়া নিয়ে তদন্ত চলছিল। তার মধ্যে বুধবার আমরা জানতে পারি, ওঁকে খুন করা হয়েছে। শেষ বার যেখানে তাঁকে দেখা গিয়েছিল, সেই জায়গাটি স্থানীয় থানা খুঁজে বার করে সিআইডিকে তদন্তের ভার দেওয়া হয়।’’

সূত্র জানাচ্ছে, এখনো পর্যন্ত আনোয়ারুল আজিমের দেহ খুঁজে পাওয়া যায়নি। এই আবাসনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, আনোয়ারুল আজিমের সঙ্গে কয়েকজন ওই আবাসনে ঢুকছেন। পরে তারা সেই আবাসন থেকে চলে যায়। কিন্তু আনোয়ারুল আজিম যাননি। 

পুলিশের সূত্র জানাচ্ছে, আবাসনের একটি ফ্ল্যাটে তারা রক্তের দাগ পেয়েছেন। পুলিশের সন্দেহ, সেটা আনোয়ারুল আজিমের হতে পারে। পুরো জায়গাটা পুলিশ ঘিরে রেখেছে। তারা আনোয়ারুল আজিমের দেহ খুঁজে বের করার চেষ্টা করছে। 

যে ফ্ল্যাটে তল্লাশি হয়েছে, সেটা একজন সরকারি কর্মীর। তিনি ফ্ল্যাটটি অ্যামেরিকার নাগরিক আখতারুজ্জামানকে ভাড়া দিয়েছিলেন বলে সূত্র জানাচ্ছে। এখানে কেন আনোয়ারুল আজিম থাকলেন তা পুলিশ জানায়নি। 

অখলেশ জানিয়েছেন, তদন্ত করতে গিয়ে তারা এই ফ্ল্যাটটির সন্ধান পান। 

বাংলাদেশের আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম।
আনোয়ারুল আজিম কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। ছবি: Md. Nasim

দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের তরফ থেকেও এমপি আনোয়ারুল আজিমের বিষয়ে কোনো কথা বলা হয়নি। কমিশনের সূত্র ডিডাব্লিউকে জানিয়েছেন, তারা গণমাধ্যম থেকে বিষয়টি জেনেছেন। সরকারের তরফ থেকে তাদের কাছে এখনো কোনো বার্তা আসেনি। 

গত ১২ মে আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য কলকাতায় যান। ১৮ মে কলকাতায় তার পরিচিত গোপাল বিশ্বাস পুলিশে একটি ডায়েরি করেন। সেখানে বলা হয়, আনোয়ারুল ১৩ মে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর ফেরেননি। তিনি ফোন করে জানিয়েছিলেন, বিশেষ কাজে দিল্লি যাচ্ছেন। ১৫ মে তিনি মেসেজ করে জানান, দিল্লিতে আছেন। ১৭ তারিখ থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। 

কলকাতার নিউটাউনের সঞ্জীব গার্ডেনস আবাসনের গেট খুলছেন নিরাপত্তা রক্ষীরা।
সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, আনোয়ারুল এখানে কয়েকজনের সঙ্গে ঢুকছেন, কিন্তু এরপর তাকে আর বের হতে দেখা যায়নি। ছবি: Satyajit Shaw/DW

আনোয়ারুল আজিমের হত্যা নিয়ে অনেকগুলি বিষয় এখনো স্পষ্ট হয়নি। কে তাকে মারলো, কেন মারলো, কেন ভারতে তাকে মারা হলো, চক্রান্তের সঙ্গে কতজন যুক্ত, এসব প্রশ্নের কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। 

ডয়চে ভেলের দিল্লি প্রতিনিধি স্যমন্তক ঘোষ
স্যমন্তক ঘোষ ডয়চে ভেলে, দিল্লি ব্যুরো