1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার রাস্তায় ‘সবুজ ট্যাক্সি’

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
৩১ জুলাই ২০১৭

কলকাতার অনেক বাসিন্দারই মোবাইল ফোনে বাপি চক্রবর্তীর নম্বর সেভ করা আছে, ‘‌বাপি – গ্রিন ট্যাক্সি’‌ নামে৷ কারণ ওটাই বাপির আসল পরিচয়৷ ট্যাক্সি নিয়ে সারা শহর ঘুরে বেড়ান বাপি, আর বলেন পরিবেশ রক্ষার কথা৷

https://p.dw.com/p/2hQRU

বাপির বলার কায়দাটাও বেশ অভিনব৷ নিজের ট্যাক্সির মাথায় যে এক টুকরো জায়গা পেয়েছেন, সেখানে ঘাস বুনেছেন বাপি৷ নিয়মিত সার-জল দিয়ে সেই ঘাসকে ডাগর, চিকন করেছেন৷ ইট-কাঠ-কংক্রিটের এই কলকাতা শহরের রুক্ষতায় বাপির সেই চলমান বাগান ঘুরে বেড়ায় একটুকরো মরুদ্যানের মতো৷ নিজের গাড়ির মধ্যেও ছোট ছোট গাছ রেখেছেন বাপি৷ সওয়ারিরা কৌতূহলী হয়ে প্রশ্ন করেন৷ বাপি জবাব দেন নিজের মতো করে৷ বোঝাতে চেষ্টা করেন, পরিবেশ রক্ষা করা, সবুজ বাঁচানো কেন এত দরকারি৷

সম্প্রতি রাজ্যে যশোর রোডের মতো কিছু সড়ক চওড়া করা হবে বলে রাস্তার দুধারের প্রচুর গাছ কেটে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ তার বিরুদ্ধে পরিবেশপ্রেমী মানুষ, সচেতন মানুষ প্রতিবাদ করছেন৷ আদালতে মামলা হয়েছে৷ ট্যাক্সিচালক বাপিও ঠিক সেই পরিবেশকর্মীদের ভাষাতেই কথা বলেছেন৷ যে, যে গাছ ইতিহাসের সাক্ষী, যারা আমাদের পূর্বপুরুষদের দেখেছে, তাঁদের ছোঁয়া পেয়েছে, সেই গাছ কেটে ফেলা প্রায় নিজের অতীতকে এবং ভবিষ্যৎকেও হত্যা করার সমান৷ বাপি চক্রবর্তী ঠিক করেছেন, তাঁর এই সবুজ ট্যাক্সি নিয়ে এবার সারা দেশ ঘুরে তিনি একই প্রচার চালাবেন৷ মানুষকে বোঝাবেন, পরিবেশই সম্পদ৷ তাই তাকে রক্ষা করা জরুরি৷