1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার রংরেজ সম্প্রদায়ের প্রতিনিধি মহম্মদ সেলিম

২৪ জানুয়ারি ২০২২

কলকাতার নাখোদা মসজিদ সংলগ্ন এলাকায় এক সরু গলির মধ্যে থাকেন বছর ষাটেকের মহম্মদ সেলিম৷ কলকাতা শহরে যে তিন-চার হাজার রংরেজ সম্প্রদায়ের মানুষ এখনও রয়েছেন সেলিম তাদেরই একজন৷

https://p.dw.com/p/4604k

প্রায় একশো বছর আগে রাজস্থান থেকে কলকাতায় আসা এই সম্প্রদায়ের পেশা ছিল সুতো ও কাপড়ে হাতে রং করা৷ পাগড়ি, ওড়না থেকে শুরু করে ক্যালেন্ডার, তাবিজ, মাদুলি এবং উড়িষ্যার রথযাত্রায় খুবই ব্যবহৃত হতো এই সুতো ও কাপড়৷ কিন্তু মিলের মেশিনে তৈরি পলিয়েস্টারের চাপে এই শতাব্দীপ্রাচীন হস্তশিল্প এখন লুপ্তপ্রায়৷ 
এখনও কোনোরকমে দিন গুজরান করলেও, সরকারি সাহায্য ছাড়া তারা এই পেশায় বেশিদিন টিকে থাকতে পারবেন না বলেই মনে করেন সেলিমের মতো রংরেজরা৷