1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার ঘড়িবাবু

শীর্ষ বন্দ্যোপাধ্যায়
২৭ জানুয়ারি ২০২০

স্বপন দত্ত৷ পরিচিত কলকাতার ঘড়িবাবু নামে৷ এই শহরের বিভিন্ন ভবনে ঐতিহ্যবাহী যত ‘ক্লক টাওয়ার’ রয়েছে তার প্রায় সবকটির রক্ষণাবেক্ষক তিনি৷ প্রপিতামহ ধরণীধর দত্ত ব্রিটিশ আমলে রাজবাড়ি, সরকারি ভবনে শুরু করেন এমন ঘড়ি স্থাপন ও দেখাশোনার কাজ৷ তারপর থেকে বংশানুক্রমে চতুর্থ প্রজন্মে এই ঐতিহ্য ধরে রেখেছেন স্বপন দত্ত৷ পিতার পথে হাঁটছেন এখন তার সন্তান সত্যজিৎও৷

https://p.dw.com/p/3WsYC