1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার ঐতিহ্যবাহী ওষুধের দোকান

অগ্নিদ্বীপ মুখোপাধ্যায় কলকাতা
১ নভেম্বর ২০২১

বটকৃষ্ণ পাল - যার নামে কলকাতার একটি অত্যন্ত জনবহুল রাস্তা বি কে পাল অ্যাভিনিউ - জন্মেছিলেন ১৮৩৫ সালে৷ ম্যালেরিয়া প্রতিষেধক এডোয়ার্ডস টনিকের হাত ধরে শুরু করে বি কে পালের ওষুধ-সাম্রাজ্যের বিস্তৃতি ছিল অভাবনীয়৷

https://p.dw.com/p/42Qpz

ঔপনিবেশিক আমলের কলকাতায় দেশি-বিদেশি যে-কোনো ওষুধই পাওয়া যেত বি কে পালের দোকানে৷ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায় রোগীও দেখতেন এই বি কে পালের দোকানে বসে৷ রোগী দেখার ঘরের পাশাপাশি ছিল একটি স্বয়ংসম্পূর্ণ অপারেশন কক্ষ৷ এমনকি সার্জিকাল ছুরিকাঁচিও তৈরি করত এই প্রতিষ্ঠান৷ ওষুধের দোকানটি এখনও চালু রয়েছে, মধ্যরাতে দড়ি ধরে ঘণ্টা বাজালে পেয়ে যাবেন অক্সিজেনও৷ কিন্তু অতীতের সেই জমকালো ব্যাপ্তি অনেকটাই ক্ষীণ হয়ে গেছে৷ দোকান আগলে রেখেছেন বটকৃষ্ণ পালের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি অনুপ কুমার পাল৷