1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কলকাতার অন্যতম প্রাচীন বসরি শাহ মসজিদ

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৪ নভেম্বর ২০২২

কলকাতার প্রাচীনতম মসজিদ কোনটি? আন্তর্জালে খুঁজলে উঠে আসবে কাশীপুর অঞ্চলের বসরি শাহ মসজিদের নাম৷ ১৮৯৬ সালে - তৎকালীন ব্রিটিশ সরকার প্রকাশিত - প্রেসিডেন্সি ডিভিশনের প্রাচীন স্মৃতিসৌধের তালিকা অনুযায়ী, ১৮০৪ সালে জনৈক জাফর আলি খান এই মসজিদ নির্মাণ করেন৷ যদিও ঐ একই নথিতে উক্ত স্থানে একটি পুরনো মসজিদ থাকার সম্ভাবনাও উল্লেখ করা হয়৷

https://p.dw.com/p/4JTch

পুরাতন মসজিদ যদি ছিল তবে তা কবেকার - সে-সম্বন্ধে সুনির্দিষ্ট তথ্য না থাকার ফলে ঐ স্থানেই কলকাতার প্রাচীনতম মসজিদটি ছিল কি না তা নিশ্চিতভাবে বলা যায় না৷ তবে, সন্দেহাতীতভাবেই এটি কলকাতার প্রাচীনতম মসজিদগুলির একটি৷ স্থানীয় মসজিদ কমিটি ওয়াকফ বোর্ডের তত্ত্বাবধানে থাকা এই মসজিদের সংস্কার করিয়েছেন সম্প্রতি৷ নিকটবর্তী অঞ্চলের শ্রমজীবী মানুষেরাই এই মসজিদে নামাজ পড়তে আসেন৷ খুব কাছেই রয়েছে বসরি শাহের মাজার৷