1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর্ণাটকে বিস্ফোরণ, মৃত বহু

২২ জানুয়ারি ২০২১

কর্ণাটকের শিবমোগাতে বিস্ফোরণ। মারা গেলেন অন্ততপক্ষে আটজন। মৃতের সংখ্যা বাড়তে পারে।

https://p.dw.com/p/3oGL9
প্রতীকী ছবি।ছবি: picture-alliance/AP Photo/KK Production

বৃহস্পতিবার রাতে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের শিবমোগা। একটি পাথর খাদানের জন্য ট্রাকে করে ডিনামাইট সহ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল। যাওয়ার পথেই কোনো কারণে, সেই ট্রাকের ভিতর থাকা ডিনামাইট ফাটতে থাকে। প্রবল বিস্ফোরণ হয়। এত জোর বিস্ফোরণ যে, কয়েক কিলোমিটারের মধ্যে থাকা বাড়ির জানলার কাচ ভেঙে যায়। ১৫ থেকে ২০ কিলোমিটার দূরের জায়গাও কেঁপে উঠেছে। মানুষজন ভূমিকম্প হয়েছে ভেবে ঘরের বাইরে  চলে আসেন।

শিবমোগা হলো মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার জেলা। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, রাজ্য সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। পুলিশ এখন পুরো জায়গাটি ঘিরে রেখেছে। কাউকে যেতে দেয়া হচ্ছে না। বিস্ফোরক বিশেষজ্ঞরা বেঙ্গালুরু ও ম্যাঙ্গালোর থেকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। কোনো বিস্ফোরক তাজা থাকলে সেগুলিকে তাঁরা নিষ্ক্রিয় করবেন।

স্থানীয় বিধায়ক অশোক নাইক নিউজ১৮-কে জানিয়েছেন, ''চারদিকে ধোঁয়ায় ভরে গিয়েছিল। আমার কাছে খবর, ১৫ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। এর বেশি আর কিছু বলতে পারছি না।'' ঘটনাস্থলে স্থানীয় মানুষই প্রথমে পৌঁছান। তাঁরা দেখেছেন, মৃতদেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

পুলিশ জানিয়েছে, তদন্ত না করে কেন বিস্ফোরণ হয়েছে, তা বলা যাবে না।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)