1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২৪ ঘণ্টায় ৪০ জনের মৃত্যু

৩১ মে ২০২০

বাংলাদেশে করোনা আক্রান্তদের মৃত্যুর আগের রেকর্ড ছাড়ালো৷ একদিনেই প্রাণ হারালেন ৪০ জন৷

https://p.dw.com/p/3d3s9
Bangladesch Personen tragen eine Leiche zur Beerdigung in Dhaka
ছবি: bdnews24

বাংলাদেশে আজ থেকে সীমিত পরিসরে সব অফিস খুলে দেয়া হয়েছে৷ একইদিনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর এই পরিসংখ্যান দিল স্বাস্থ্য অধিদপ্তর৷ এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৬৫০ জন৷

সবশেষ মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ছিলেন ৩৩ জন আর নারী সাতজন৷ ২৮ জন ছিলেন ঢাকা বিভাগের, চট্টগ্রামের আটজন, খুলনার দুইজন, রাজশাহী বিভাগের একজন আর রংপুর বিভাগের ছিলেন একজন৷ বয়সের দিক থেকে ২১-৩০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ এর ভিতর পাঁচজন, ৪১-৫০ বছরের ১১ জন, ৫১-৬০ বছরের আটজন, ৬১-৭০ বছরের ১১ জন আর চারজনের বয়স ছিল ৭১-৮০ বছর৷         

রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৮৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়৷ তার মধ্যে দুই হাজার ৫৪৫ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে৷ পরীক্ষার বিপরীতে যার হার ২১.৪৩ শতাংশ৷ সবমিলিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭ হাজার ১৫৩ জন৷

এফএস/এআই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য