1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় দিশেহারা ইউরোপ, সাহায্যের হাত বাড়িয়েছে চীন

২০ মার্চ ২০২০

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে ৬৫ হাজার সাবেক ডাক্তার ও নার্সকে কাজে ফেরার অনুরোধ করেছে ব্রিটেন৷ ইটালিকে সাহায্য করতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠিয়েছে চীন৷

https://p.dw.com/p/3ZmHu
Italien Coronavirus
ছবি: Reuters/Policlinico Gemelli

করোনা ভাইরাসের এপিসেন্টার এখন ইউরোপ৷ ইটালিতে মৃতের সংখ্যা চীনকেও ছাড়িয়ে গেছে৷ দেশটিতে তিন হাজার ৪০৫ জন মারা গেছেন, আক্রান্ত ৪১ হাজার৷ পুরো দেশ ‘লকডাউন' করে দেওয়া হয়েছে৷ তারপরও ঠেকানো যাচ্ছে করোনার বিস্তার৷ ইটালির দিকে সাহায্যের বাড়িয়ে দিয়েছে চীন৷

গত ১৫ মার্চ রাতে চীনা চিকিৎসকদের নয় সদস্যের প্রথম দল ইটালির রোমে পৌঁছায়৷ সঙ্গে নিয়ে যায় কয়েক টন জরুরি চিকিৎসা সামগ্রী৷ এরপর ১৮ মার্চ চীনের ১২ সদস্যের আরেকটি চিকিৎসক দল ১৭ টন জরুরি চিকিৎসা সামগ্রীসহ ইটালির আরেক শহর মিলানে পৌঁছায়৷  

ইটালির আগে চীন ইরান ও ইরাকে চিকিৎসক দল এবং করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে বলে জানায় দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সি ৷

ইটালি ও চীনের পর ইরানে করোনা সংক্রমণে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে৷ জন হপকিন্সের তথ্যানুযায়ী ইরানে ১২৮৪ জন মারা গেছেন৷

এছাড়া ‘জ্যাক মা ফাউন্ডেশন অ্যান্ড আলিবাবা ফাউন্ডেশন' থেকে ইটালির  রেড ক্রসকে মাস্ক, কিটস এবং ভাইরাস প্রতিরোধে নানা জরুরি চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে৷ বুধবার সেগুলো রোমে পৌঁছায়৷

ইটালি , ফ্রান্স বা স্পেনের মতো না হলেও যুক্তরাজ্যে করোনা ভাইরাস সংক্রমণ আশঙ্কাজনকহারে বাড়ছে৷ দেশটিতে এখন পর্যন্ত ২৭১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন  ১৩৮ জন৷

করোনার বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে ব্রিটিশ সরকার ৬৫ হাজার সাবেক চিকিৎসক ও নার্সকে কাজে ফেরার অনুরোধ করেছেন৷ এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয় শেষ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদেরও নানা হাসপাতালে মোতায়েন করেছে৷

ইংল্যান্ডের প্রধান নার্সিং কর্মকর্তা রুথ মে বলেন, ‘‘আমরা একা এটা (করোনা মোকাবিলা) করতে পারবো না৷ তাই আমি সদ্য সাবেক নার্সদের অনুরোধ করছি, বৈশ্বিক এই মহামারীর মধ্যে দয়া করে আপনাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে আমাদের ধার দিন৷ আমরা নিশ্চিত, আপনি জীবন বাঁচাতে সাহায্য করতে পারবেন৷''

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে৷

এসএনএল/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য