1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়ালো

১০ নভেম্বর ২০২১

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। ইউরোপে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। জার্মানিতে রেকর্ড সংক্রমণ।

https://p.dw.com/p/42nng
করোনা
ছবি: Rubin Utrecht/dpa/picture alliance

গোটা বিশ্বে কোভিড সংক্রমণের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়ে গেল। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ৫০ লাখ মানুষের। তারই মধ্যে কোভিডের চতুর্থ ঢেউ আছড়ে পড়েছে ইউরোপে। বিশেষ করে পূর্ব ইউরোপের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পশ্চিম ইউরোপে জার্মানিতে সংক্রমণের হার প্রতিদিন রেকর্ড গড়ছে। ফ্রান্স, যুক্তরাজ্য-সহ একাধিক দেশ নতুন করে করোনাবিধি চালুর কথা ভাবছে। গ্রিসে দৈনিক মৃত্যু হাজার ছাড়িয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো পর্যন্ত কোভিডে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইউরোপ। গত প্রায় ২০ মাসে ইউরোপে আক্রান্তের সংখ্যা সাত কোটি ৬০ লাখ। এর পরেই আছে এশিয়া। পাঁচ কোটি ৬০ লাখ মানুষ এখনো পর্যন্ত সেখানে আক্রান্ত হয়েছেন। অ্যামেরিকা এবং ক্যানাডা মিলিয়ে আক্রান্ত হয়েছেন চার কোটি ৮০ লাখ মানুষ। লাতিন অ্যামেরিকায় চার কোটি ৬০ লাখ। আফ্রিকার হিসেব অবশ্য আলাদা করে দেওয়া হয়নি রিপোর্টে।

রবার্ট কখ ইনস্টিটিউট জানিয়েছে, এই মুহূর্তে সবচেয়ে খারাপ অবস্থা পূর্ব ইউরোপের। সেখানে কোভিড বাড়ছে লাফিয়ে। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ছে। তারই মধ্যে পূর্ব ইউরোপের একাধিক দেশ কোভিডবিধি খানিকটা শিথিল করেছে। তার জেরে কোভিড আরো বেশি ছড়িয়ে পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

জার্মানিতে প্রতি লাখে সংক্রমণের হার ২০০ ভাগ ছাড়িয়ে গেছে। প্যানডেমিক পরিস্থিতিতে এই প্রথম সংক্রমণের হার ২০০ ভাগ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৮৩২ জন। মৃত্যু হয়েছে ১৬৯ জনের। জার্মানির এক গুরুত্বপূর্ণ ভাইরোলজিস্ট জানিয়েছেন, এই মুহূর্তে জার্মানি কড়া কোভিডবিধি চালু না করলে সংক্রমণ আরো বাড়বে। জার্মান ফুটবলার নিকলাস সুলে কোভিডে আক্রান্ত হয়েছেন। চার ফুটবলারকে কোয়ারান্টিনে পাঠানো হয়েছে।

ডেনমার্কে নতুন করে হেলথ পাস দেওয়া হচ্ছে। এখনো যারা টিকা নেননি তাদের ওই পাস নিতেই হবে। ফ্রান্স জানিয়েছে, ৩০ বছরের কম বয়সের ব্যক্তিরা মডার্না টিকা নিতে পারবে না। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, ওই টিকা থেকে হৃদরোগ হতে পারে। ফ্রান্সে পঞ্চাশোর্ধ ব্যক্তিদের বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

ইংল্যান্ড জানিয়েছে, এপ্রিলের মধ্যে স্বাস্থ্যকর্মীরা টিকা না নিলে তাদের কাজ থেকে বরখাস্ত করা হবে। অ্যামেরিকার কোনো কোনো রাজ্যেও স্বাস্থ্যকর্মীদের বলা হয়েছে দ্রুত টিকা নিতে। নইলে তাদের লম্বা ছুটিতে পাঠানো হবে বলেও জানানো হয়েছে।

এসজি/জিএইচ (রয়টার্স, ডিপিএ)