1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়

২৮ ডিসেম্বর ২০২১

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক এবং বর্তমানে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় করোনায় আক্রান্ত।

https://p.dw.com/p/44tFS
সৌরভের করোনা হয়েছে। ছবি: Getty Images/AFP/P. Paranjpe

সোমবার সকালে সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আবার পরীক্ষা করা হয়। সেটাও পজিটিভ আসায় সোমবার রাতেই দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন সৌরভ। 

তবে বোর্ড সভাপতি করোনায় আক্রান্ত হলেও তার স্ত্রী ডোনা ও মেয়ে সানার রিপোর্ট নেগেটিভ এসেছে। সৌরভ ওমিক্রন ভাইরাসে আক্রান্ত কি না, তা এখন পরীক্ষা করে দেখা হচ্ছে।

সৌরভ চাইছেন বাড়িতেই তার চিকিৎসা হোক। কিন্তু বিষয়টি এখন চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এর আগে সৌরভের দাদা স্নেহাশিসের করোনা হয়েছিল। তখন সৌরভ বাড়িতে নিভৃতবাসে ছিলেন। তার মায়েরও করোনা হয়। সৌরভের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়েছে।

সোমবার সকালে সৌরভের শরীর খারাপ লাগে। তাই তিনি তার টিভি শো-র শুটিং বন্ধ করে দেন। তবে তার আগে তিনি বিজ্ঞাপনের শুটিং করেছেন। তিনি সম্প্রতি দেশ ও বিদেশের বেশ কিছু শহরে ঘুরেছেন। শেষ গেছিলেন মুম্বইতে। সেখান থেকেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা অবশ্য জানা যাচ্ছে না।

এই বছরের শুরুতে সৌরভ হৃদরোগে আক্রান্ত হন। তার বুকে স্টেন্ট বসে। পরে তিনি স্বাভাবিক কাজ শুরু করেন। দুবাইতে আইপিএলের খেলা দেখতেও গেছেন।

জিএইচ/এসজি(আনন্দবাজার, টিভি৯)