1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় আক্রান্ত মাশরাফী

২০ জুন ২০২০

কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা৷ শনিবার তিনি করোনা পরীক্ষার ফলাফল পেয়েছেন৷

https://p.dw.com/p/3e5BL
Cricket Spieler Bangladesch: Mashrafe Mortaza
ছবি: picture-alliance/A. Boyers

দুদিন ধরেই মাশরাফী জ্বরে ভুগছিলেন৷ সাথে শরীর ও মাথা ব্যথাও ছিল৷ শুক্রবার তিনি নমুনা পরীক্ষা করান৷ শনিবার করোনা পজেটিভ হিসেবে তার ফলাফল এসেছে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মাশরাফী জানিয়েছেন, আপাতত বাসায় থেকেই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবেন তিনি৷

‘‘জ্বর ও গা ব্যথা ছাড়া আপাতত কোনো সমস্যা নেই৷ উপসর্গ দেখা দেওয়ার পর থেকেই নিজেকে আলাদা করে রেখেছিলাম৷ এখনও বাসায়ই থাকছি৷ গুরুতর কিছু নেই, ঠিক আছি৷ অনেক ইনজুরি হলো জীবনে, ডেঙ্গু হলো, এবার কোভিড৷ এসব ধাক্কা আমার সয়ে গেছে এখন৷ মনোবল চাঙ্গা আছে৷ সবাই দোয়া করবেন,’’ বলেন নড়াইল-২ আসনের এই সংসদ সদস্য৷

মাশরাফীর শ্বাশুড়ি, শ্যালিকা ও শ্যালিকার মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ ঢাকার একটি হাসপাতালে আগে থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা৷ এর আগে নড়াইলে থাকলেও তাদের সংস্পর্শে মাশরাফী আসেননি বলে জানিয়েছে বিডিনিউজ৷

এফএস/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য