1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরিফুল, সাবরিনাসহ আট আসামির ১১ বছর সাজা

১৯ জুলাই ২০২২

করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির সবাইকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত৷

https://p.dw.com/p/4EKd2
Bangladesch Sabrina Sharmeen Husain
ছবি: bdnews24.com

এর মধ্যে কোভিড সনদ জালিয়াতি এবং জাল সনদকে আসল হিসেবে দেখানোর দায়ে দুটি ধারায় চার বছরে করে এবং প্রতারণার ধারায় তিন বছরের সাজা হয়েছে তাদের৷ তিন ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে৷ ফলে আসামিদের সবাইকে ১১ বছর করে জেলে কাটাতে হবে৷

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন৷ আসামিদের সবাই এ সময় আদালতে উপস্থিত ছিলেন৷

মহামারির প্রথম বছর জেকেজির জালিয়াতির ঘটনাগুলো প্রকাশ্যে এলে সারা দেশে আলোড়ন তৈরি হয়৷ এর সঙ্গে সরকারি চাকরিতে থাকা চিকিৎসক সাবরিনার যোগসাজশ বিষয়টিকে নতুন মাত্রা দেয়৷

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চাকরিচ্যুত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, ‘‘আমি চেয়ারম্যান ছিলাম না, এই সাজা কীভাবে হল? আপিলের কথা তো পরে৷ কী হবে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি৷''

এপিবি/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)