1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা সংকটে নারীদের পাশে মেগান মার্কেল

১১ মে ২০২১

করোনায় অ্যামেরিকাতে চাকরি হারান প্রায় ৫৫ লাখ নারী৷ করোনা সংকটে বিশ্বব্যাপী নারীদের অবস্থা তুলে ধরতে " ভ্যাক্স লাইভ” আয়োজিত মার্কিন টেলিভিশন এবং ভিডিও অনুষ্ঠানে উপস্থিত হন মেগান৷

https://p.dw.com/p/3tEBj
মেঘান মার্কেলছবি: picture-alliance/AP Invision/J. Strauss

করোনা বেনিফিট ভিডিওতে ডাচেস অব সাসেক্স মেগান নারীদের বিশ্বব্যাপী করোনা সংকটের পরিণতির দিকে দৃষ্টি আকর্ষণ করে বলেন, "মহামারি শুরুর পরে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই চাকরি হারিয়েছেন প্রায় ৫৫ লাখ নারী৷ বিশ্বব্যাপী আরও প্রায় ৪৭ লাখ নারী চরম দারিদ্র্যের মুখে পড়বেন বলে আশংকা করা হচ্ছে৷ করোনার কারণে নারীদের এবং বিশেষকরে অশ্বেতাঙ্গ নারীদের পুরো একটি প্রজন্মের উপার্জন বাড়ার সুযোগ হারিয়ে গেছে৷”

মেগান এবং প্রিন্স হ্যারি তাদের দ্বিতীয় সন্তানের প্রতীক্ষায় আছেন৷ ভিডিওতে ৩৯ বছর বয়সী  ডাচেস অব সাসেক্সকে লাল রং এর পোশাকে দেখা গেছে৷ ২ মে বেনিফিট কনসার্টের ভিডিওটিতে প্রিন্স হ্যারিও উপস্থিত ছিলেন৷ রাজ পরিবারে বর্ণবাদ নিয়ে অপরাহ উইনফ্রে -এর চাঞ্চল্যকর টিভি শোর পরে এবারই প্রথম মেগান এবং হ্যারি  প্রকাশ্যে এসেছেন৷

তারা দু'জনই  গ্লোবাল সিটিজেন আয়োজিত বেসরকারি সংস্থা "ভ্যাক্স লাইভ” এর পৃষ্ঠপোষক৷ সংস্থাটি সারা বিশ্বের মানুষের জন্য ভ্যাকসিনের সমান অধিকারের পক্ষে কাজ করে৷ অনুষ্ঠানটিতে ভিডিও বার্তায় অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন৷

 এনএস/কেএম (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান