1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডস ও বেলজিয়ামে পুনরায় করোনার সংক্রমণ 

২৬ আগস্ট ২০২০

দ্বিতীয়বার করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে জানিয়েছে ডাচ সংবাদমাধ্যম৷ তবে পুনরায় সংক্রমিত হওয়াকে বিশেষজ্ঞরা ভালো লক্ষণ বলে জানিয়েছেন৷

https://p.dw.com/p/3hXpi
ছবি: picture-alliance/dpa/B. Pedersen

নেদারল্যান্ডস এবং বেলজিয়ামে একজন করে রোগীর শরীরে পুনরায় করোনা সংক্রমণ দেখা দিয়েছে, ডাচ মিডিয়া মঙ্গলবার এ খবর জানিয়েছে৷ তার আগেই হংকংয়ের গবেষকরা পুনরায় প্রথম সংক্রমণটি নিশ্চিত করেন৷ ভাইরোলজিস্ট মেরিয়ন কুপম্যানস এর উদ্ধৃতি দিয়ে ডাচ ব্রডকাস্টার এনওএস জানিয়েছে, ডাচ রোগী একজন বয়স্ক মানুষ এবং তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল ছিলো৷ তিনি আরো জানান, মানুষের শরীরে দীর্ঘদিন ধরে ভাইরাস থাকা স্বাভাবিক, কিন্তু আবার নতুন করে সংক্রমণ দেখা দেওয়ার আগে শরীরে হালকা উপসর্গ দেখা দেয়৷ তবে নেদারল্যান্ডস এবং বেলজিয়ামের রোগীর পুনরায় সংক্রমণ ক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় দুই বারই জিনগত পরীক্ষা দরকার বলে মনে করেন কুপম্যানস৷ তিনি অভয় দিয়ে বলেন, যে কেউ দ্বিতীয়বার সংক্রমিত হতে পারে, এনিয়ে আতঙ্কের কিছু নেই, শুধু আমাদের দেখতে হবে এরকম প্রায়ই ঘটে কিনা৷

ভাইরোলজিস্ট মার্ক ফান রানস্ট-এর বরাত দিয়ে এনওএস জানিয়েছে, বেলজিয়ামের রোগীর পুনরায় সংক্রমিত হওয়ার আগে তেমন কোনো উপসর্গ দেখা যায়নি৷

হংকং এ গত মার্চ মাসে ৩৩ বছর বয়সি এক ব্যক্তি করোনায় সংক্রমিত হয়েছিলো, স্পেনের নানা জায়গায় ঘুরে সে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে আগস্ট মাসের মাঝামাঝি হংকং এ ফিরে গেছে৷

ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকের তেমন শক্তিশালী নয়, ফলে কোভিড-১৯ রোগীদের সুস্থ হওয়ার পর তারা আর কখনো সংক্রমিত হবে না বলে ধরে নেওয়া উচিত নয় বলে মনে করেন হংকং বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিস্ট এলভিন কেই-ওয়াং টু৷

পুনরায় করোনায় সংক্রমিত হওয়াকে বিশেষজ্ঞদের কয়েকজন ইতিবাচক বলে মনে করছেন৷ মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটির খাদ্য ও ওষুধ বিভাগের সাবেক প্রধান গবেষক জেসি গুডম্যান বলেন, যদি কেউ পুনরায় ভাইরাসে সংক্রমিত হয়, বুঝতে হবে তার শরীরের শেষ ইমিউনিটিই হয়তো তাকে আবার অসুস্থ হওয়ার হাত থেকে রক্ষা করতে সহায়তা করেছে৷

এনএস/কেএম (এএফপি,এপি, রয়টার্স) 

৯ আগস্টের ছবিঘরটি দেখুন...