1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যজার্মানি

করোনা নিয়ে আবারো শঙ্কায় জার্মানরা

১৫ জুলাই ২০২২

জার্মানিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণের হার৷ সেইসাথে বাড়ছে আইসিউতে রোগীর সংখ্যা৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরেকটি বুস্টার ডোজের ব্যাপারে ভাবতে বলেছেন সবাইকে৷

https://p.dw.com/p/4ECqU
জার্মানিতে আবারো বাড়ছে করোনা সংক্রমণের হার৷ সেইসাথে বাড়ছে আইসিউতে রোগীর সংখ্যা৷ দেশটির স্বাস্থ্যমন্ত্রী আরেকটি বুস্টার ডোজের ব্যাপারে ভাবতে বলেছেন সবাইকে৷
পিসিআর পরীক্ষা কমায় জার্মানিতে কোভিডের প্রকৃত সংখ্যাা হিসাবের চেয়ে অনেক বেশি বলে মনে করেন বিশ্লেষকরাছবি: Stefan Zeitz/Xinhua/picture alliance

জার্মানিতে গত সাত দিনে প্রতি লাখে করোনা সংক্রমণের শিকার হয়েছেন ৭২০ জন৷  বিশ্লেষকদের মতে, জার্মানরা এখন আর পিসিআর পরীক্ষা করাচ্ছেন না৷ তাই সংক্রমণ বাড়ছে৷

শুক্রবার জার্মান পত্রিকা ডেয়ার স্পিগেলকে দেয়া সাক্ষাৎকারে স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাখ সবাইকে নিজ নিজ ডাক্তারের কাছে গিয়ে দ্বিতীয় বুস্টার ডোজের ব্যাপারে আলাপ করার আহ্বান জানিয়েছেন৷

এ সপ্তাহের শুরুতে ইউরোপীয় ইউনিয়নও ৬০ বছরের অধিক বয়সীদের দ্বিতীয় বুস্টার ডোজ দেয়ার সুপারিশ করেছে৷ 

তবে জার্মান স্বাস্থ্যমন্ত্রী তরুণদেরও ডাক্তারের পরামর্শে এই টিকা দেবার পক্ষে৷ তিনি বলেন, এটা শুধু কয়েকমাসের জন্য সংক্রমণ রোধই করে না, লং কোডিড হবার ঝুঁকিও কমায়৷

লাউটারবাখ অবশ্য ষাটোর্ধদের ক্ষেত্রে ওমিক্রনের জন্য তৈরি বিশেষ ভ্যাকসিন না দেবার পক্ষেই মত দিয়েছেন৷ তার মতে, আগের ভ্যাকসিনগুলোই যথেষ্ট কার্যকর৷

এদিকে জার্মান সংসদ প্রেসিডেন্ট ব্যার্বেল বাজ বলেন, সংক্রমণের হার এখন বাড়লেও শরতে পরিস্থিতি কিছুটা শিথিল হয়ে আসতে পারে৷ তবে ওমিক্রনের চেয়েও ভয়ঙ্কর করোনা ভাইরাসের সংস্করণ এলে পরিস্থিতি ভিন্ন হতে পারে বলে সতর্ক করেন তিনি৷

"যদি তা না হয়, তাহলে বলবো, অসুস্থ হলে ঘরে থাকুন৷ যেমনটি অন্য অসুখ হলেও আমরা দায়িত্বের সঙ্গে তা মোকাবেলা করি৷‍’’

শীতে মাস্কের বাধ্যবাধকতা ফিরিয়ে আনার পক্ষে বাজ৷ চতুর্থ ডোজটিও তখন আনার পক্ষে মত তার৷ এদিকে, বেশ কয়েকটি কোম্পানি ওমিক্রনকে টার্গেট করে ভ্যাকসিন বানাচ্ছে৷ এ বছরের শেষদিকে সেগুলো বাজারে আসতে পারে৷

জেডএ/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান