1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনায় বিপর্যস্ত জাপানের অর্থনীতি

১৭ আগস্ট ২০২০

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন অবস্থায় আর পড়েনি জাপান৷ গত এপ্রিল থেকে জুনের মধ্যে এশিয়ার দেশটির অর্থনীতি সাত দশমিক আট ভাগ সংকুচিত হয়েছে৷

https://p.dw.com/p/3h4J1
ছবি: picture-alliance/dpa/Kyodo

সারা বিশ্বে যেখানে দুই কোটি ১৫ লাখেরও বেশি মানুষ করোনায় সংক্রমিত সেখানে জাপানের ৫৫ হাজারকে অস্বাভাবিক মনে করছেন না বিশেষজ্ঞরা৷ সারা বিশ্বে সাত লাখ ৬৬ হাজারের বেশি মৃত্যুর বিপরীতে জাপানে মৃতের সংখ্যাও খুব কম- মাত্র এক হাজার ৮৮৷ তবে করোনাকালে বড় শঙ্কার মুখে পড়েছে সে দেশের অর্থনীতি৷

করোনা সংকট শুরুর আগেই অবশ্য খারাপের দিকে যাচ্ছিল জাপানের অর্থনীতি৷ তবে করোনার প্রভাবে মন্দা দেখা দেয়ার আশঙ্কা বাড়ছিল৷ সাম্প্রতিক পরিস্থিতি সে আশঙ্কা আরো বাড়িয়েছে৷

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল থেকে জুন) দেশের অর্থনীতি রেকর্ড সাত দশমিক আট ভাগ সংকুচিত হওয়ার প্রভাব শেয়ার বাজারেও পড়ছে৷ সোমবার নিকেলের সূচক শূন্য দশমিক ৮৩ ভাগ নেমে যায়৷ সূচক শূন্য দশমিক ৮৪ ভাগ নেমে যায় টপিক্সের৷

এদিকে মোট দেশজ উৎপাদনও দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুনের মধ্যে খুব বেশি হারে কমেছে জাপানে৷ ওই তিন মাসে দেশজ উৎপাদন কমেছে ২৭ দশমিক আট শতাংশ৷ 

এছাড়া ভোক্তা ব্যয়ও ব্যাপক হারে কমেছে৷ এর প্রভাবও পড়ছে অর্থনীতিতে৷ জাপানের অর্থনীতি ভোক্তা ব্যয়ের ওপর অনেকাংশে নির্ভরশীল৷

এসিবি/ কেএম (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য