1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনাকালে ‘খেলতে খেলতে লেখাপড়া’

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৮ সেপ্টেম্বর ২০২০

করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রাধানগর প্রাইমারি স্কুলের শিক্ষক সৌম্য সেনগুপ্ত উপলব্ধি করলেন, স্মার্টফোন ও ইন্টারনেটের অভাবে তাঁর স্কুলের বেশিরভাগ ছাত্র-ছাত্রীই অনলাইন ক্লাস করতে পারছে না৷

https://p.dw.com/p/3j5rw

সমাধান খুঁজতে গিয়ে সৌম্য দেখলেন বাড়িতে স্মার্টফোন বা ইন্টারনেট না থাকলেও কেবল টিভি অনেকের বাড়িতেই রয়েছে৷ যাদের বাড়িতে নেই তারাও অন্যের বাড়িতে গিয়ে টিভি দেখতে পারেন৷ এই কথা বুঝতেই স্থানীয় কেবল চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শুরু করলেন তাঁর এক ঘণ্টার টিভি অনুষ্ঠান ‘খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলা’৷ সফল এই অনুষ্ঠানটি চালাতে সৌম্যর সঙ্গে যোগ দিয়েছেন তাঁর সহকর্মীসহ সমাজের নানাস্তরের অনেক মানুষ৷