1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা ভ্যাকসিনের ভুয়া খবর থেকে সাবধান

১ ডিসেম্বর ২০২০

করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে ভুয়া খবরকে ‘দ্বিতীয় অতিমারি’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানিয়েছেন রেড ক্রিসেন্টের সভাপতি ফ্রান্চেসকো রোচা৷ বিশ্বের সব দেশের সরকার এবং প্রতিষ্ঠানের প্রতি এ আহ্বান তার৷

https://p.dw.com/p/3m4IS
করোনার টিকা
ছবি: Allan Carvalho/NurPhoto/picture-alliance

সোমবার জাতিসংঘের করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে ভিডিও সম্মেলনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ-এর সভাপতি ফ্রান্চেসকো রোচা বলেন, ‘‘(ভুয়া খবরের) এই অতিমারিকে পরাস্ত করতে একই সঙ্গে আমাদের অবিশ্বাসের অতিমারিকেও হারাতে করতে হবে৷’’ 

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক সমীক্ষার ফলাফল বিশ্লেষণ করে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সহায়তা সংস্থাটির প্রধান আরো বলেন, সারা বিশ্বে ‘‘সাধারণভাবে, বিশেষ করে কোভিড ভ্যাকসিন নিয়ে সংশয় বেড়ে চলেছে৷’’ চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত বিশ্বের ৬৭টি দেশে এ সমীক্ষা চালায় জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়৷ তাতে দেখা গেছে, বেশির ভাগ দেশেই ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা আশঙ্কাজনক হারে কমছে৷

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সমীক্ষার কথা উল্লেখ করে রোচা বলেন, ‘‘সমীক্ষায় দেখা যাচ্ছে, চার ভাগের একভাগ দেশে করোনা ভ্যাকসিনের গ্রহণযোগ্যতার হার ৫০ ভাগের নীচে নেমে এসেছে৷ জাপানে আগে ছিল ৭০ ভাগ, সেখান থেকে কমে হয়েছে ৫০ ভাগ৷ ফ্রান্সে ছিল ৫১ ভাগ, এখন কমে হয়েছে ৩৮ ভাগ৷’’ 

আফ্রিকার দেশ কঙ্গো, ক্যামেরুন, গ্যাবন, জিম্বাবোয়ে, সিয়েরা লিওন, রুয়ান্ডা, লেসোথো আর কেনিয়াতেও কোভিড ভ্যাকসিনের গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য হারে কমেছে৷ সে বিষয়ে আশঙ্কা প্রকাশ করে রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সভাপতি বলেন, আফ্রিকার অনেক মানুষ যে ভাবতে শুরু করেছেন করোনায় তরুণদের বা আফ্রিকানদের কিছু হয় না, এটা খুব বিপজ্জনক বিষয়৷ তাদের অনেকে এ-ও মনে করছেন যে, করোনা ছিল, তবে এখন আর নেই৷ তাদের অনেকের ধারণা অতিমারিটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে৷ ভিডিও সম্মেলনে ফ্রান্চেসকো রোচা আরো জানান, আফ্রিকার অনেক দেশে ভ্যাকসিন নিয়ে চরম সন্দেহ দেখা দিয়েছে, সেসব দেশের অনেকে মনে করেন, বিদেশিরা ভ্যাকসিনের ‘টেস্টিং গ্রাউন্ড’ হিসেবে ব্যবহার করছে আফ্রিকাকে৷ এসবের জন্য ভুয়া খবরঅনেকাংশে দায়ী বলে মনে করেন ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ-এর সভাপতি ফ্রান্চেসকো রোচা৷

এসিবি/ কেএম (এপি)

১৭ নভেম্বরের ছবিঘরটি দেখুন...