1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরে অন্তঃসত্ত্বা হওয়ার অনুরোধ!

২৬ এপ্রিল ২০২১

ব্রাজিলে করোনা পরিস্থিতি আবার ভয়াবহ৷ প্রতিদিন সংক্রমিত হচ্ছেন ৫৮ হাজারের বেশি মানুষ, করোনায় মৃতের সংখ্যাও ২৫০০ ছাড়াচ্ছে নিয়মিত৷ এ পরিস্থিতিতে কম বয়সি নারীদের অন্তঃসত্ত্বা না হওয়ার অনুরোধ জানালো স্বাস্থ্য বিভাগ৷

https://p.dw.com/p/3saYk
Brasilien | Menschen in überfüllten Krankenhäusern
ছবি: Miguel Schincariol/AFP/Getty Images

এই মুহূর্তে করোনা ভাইরাসের দুটি ভ্যারিয়েন্ট দেখা যাচ্ছে ব্রাজিলে৷ ফলে দক্ষিণ অ্যামেরিকার দেশটিতে সংক্রমণ এবং মৃতের সংখ্যা বাড়ছে হু হু করে৷

মৃতদের মধ্যে অন্তঃসত্ত্বা মায়েদের সংখ্যাও কম নয়৷ ২০২১ সালের প্রথম চার মাসে সন্তানসম্ভবাদের শতকরা ২২ দশমিক দুই ভাগ মারা গেছেন করোনায় সংক্রমিত হয়ে৷

অন্যদিকে করোনার বিরুদ্ধে লড়তে গিয়ে ব্রাজিলের চিকিৎসাব্যবস্থারও প্রায় ভেঙে পড়ার দশা৷ অন্তঃসত্ত্বাদের বা সদ্য মা হওয়া নারী ও তার শিশু সন্তানের সুচিকিৎসা দেয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে বলে ব্রাজিলের প্রাথমিক স্বাস্থ্যসেবা বিভাগের সচিব এক বিবৃতিতে নারীদের বলেছেন, ‘‘(করোনা) পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সম্ভব হলে অন্তসত্ত্বা হওয়ার পরিকল্পনা স্থগিত রাখুন৷’’

একটু বেশি বয়সি নারীরা এক বছর অপেক্ষা করলে তাদের সন্তান জন্ম দেয়ায় সমস্যা হতে পারে ভেবে বিবৃতিতে স্বাস্থ্য সচিব আরো বলেন, ‘‘এ অনুরোধ আমরা অবশ্যই ৪২-৪৩ বছর বয়সিদের করতে পারি না, তবে কম বয়সিরা চাইলে একটু অপেক্ষা করতেই পারেন৷’’

আস্ট্রিড প্রাঞ্জে/এসিবি