1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করতোয়া নদীতে নৌকাডুবি: নিহত ৪১, নিখোঁজ অর্ধশত

২৫ সেপ্টেম্বর ২০২২

পঞ্চগড় জেলার করতোয়া নদীতে নৌকা ডুবিতে এখন পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ডুবে যাওয়া নৌকাটির কতজন যাত্রী নিখোঁজ, সে তথ্য এখনো পাওয়া যায়নি।

https://p.dw.com/p/4HJdU
Infografik Karte Bangladesch Panchagarh Dinajpur EN

তবে নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা প্রশাসনের কাছে ৬৬ জনের তালিকা দিয়েছেন৷ গতকাল ২৪ জনের এবং আজ আরও ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷

রাজশাহী ও রংপুর থেকে ২টি ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে৷ তারা ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ 

জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে (নদীর অপরপাড়ে) মহালয়া উপলক্ষে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়৷ ওই ধর্মসভায় যোগ দিতে বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন শ্যালো মেশিনচালিত একটি নৌকায় অন্তত শতাধিক যাত্রী মন্দিরে যাচ্ছিলেন৷

যাত্রাপথের এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়৷ এ সময় সাঁতার জানা যাত্রীরা তীরে উঠে আসতে পারলেও বেশিরভাগ নারী ও শিশুরা পানিতে ডুবে যায়৷

তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে অনেককে উদ্ধার করে৷ ধারণা করা হচ্ছে নদীর মাঝপথে অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি উল্টে যায়৷

বোদা থানার ওসি সুজয় কুমার রায়কে উদ্ধৃত করে বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, ‘‘হতাহতরা সবাই শুভ মহালয়া উপলক্ষে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন৷ মন্দিরে যেতে হলে করতোয়া নদী পাড়ি দিয়ে যেতে হয়৷ মন্দিরে মহালয়া উপলক্ষে প্রতিবছরই অনেক বড় অনুষ্ঠান হয়৷ আশপাশের প্রায় সব জেলা থেকে প্রচুর পূর্ণার্থীরা আসেন৷’’

‘‘গতকাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে৷ ফলে নদীর পানি বেড়ে গেছে৷ আর এতেই প্রাণহানীর সংখ্যা বেড়েছে৷’’

আরআর/এডিকে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এএফপি)