1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করতোয়া:এখনো নিখোঁজ ১৩ জন

২৭ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশে করতোয়া নদীতে নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭ জন। সোমবার সারাদিন ধরে তল্লাশি চলেছে।

https://p.dw.com/p/4HNtY
ছবি: Firoz Al Sabah

সোমবার  করতোয়া থেকে মোট ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে দুইদিনে ৫১টি লাশ উদ্ধার করা সম্ভব হয়েছে।

সোমবার ভোর পাঁচটা থেকে উদ্ধারকারী দলের অভিযান শুরু হয়। সন্ধ্যা পর্যন্ত খোঁজ চলে। রাত আটটা নাগাদ পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দীপঙ্কর রায় ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার বিডিনিউজ২৪ডটকমকে জানিয়েছেন, ''সোমবার ভোর থেকে অভিযানে নেমেছিল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ। দ্বিতীয় দিন আরও ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে মোট ৫১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে দিনাজপুরের আত্রাই নদী থেকে।''

দীপঙ্কর রায় বলেছেন, উদ্ধারকারী দল নদীর পাড়েই আছেন। মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু হয়ে যাবে।

মঙ্গলবার সকাল থেকে উদ্ধারকাজ আবার শুরু হয়। উদ্ধারকারী দল ইতিমধ্যে অভিযানে নেমে পড়েছে।

জেলা প্রশাসন একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। সেখানে যারা এখনো নিখোঁজ তাদের নাম আত্মীয়দের কাছ থেকে নেয়া হয়েছে। দীপঙ্কর রায় বলেছেন, নিখোঁজের তালিকায় ৪৫-৪৬ জনের নাম আছে। তবে একজনের নাম একাধিকবার লেখা হয়েছে। তার ধারণা, এখনো ২৫ থেকে ২৭ জনের মতো নিখোঁজ।

জেলা প্রশাসন মৃত ৫০ জনের একটি তালিকা প্রকাশ করেছে। তার মধ্যে ২৫ জন নারী, ১৩ জন শিশু এবং ১২ জন পুরুষ। নিহতদের মধ্যে বোদা উপজেলার ২৯ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর একজন, সদরের একজন এবং ঠাকুরগাঁও সদরের একজন আছেন।

এরপর আরও একজনের লাশ উদ্ধার করা হয়। সকলের পরিচয় জানার পরই মৃতদেহ আত্মীয়দের হাতে দেয়া হচ্ছে।

জিএইচ/এসজি (বিডিনিউজ২৪ডটকম)