1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কর বাড়াতে চান না জার্মানির সম্ভাব্য চ্যান্সেলর

১২ জুলাই ২০২১

জার্মানির চ্যান্সেলর পদপ্রার্থী লাশেট আঙ্গেলা ম্যার্কেলের অনেক নীতি চালিয়ে যেতে চান৷ মহামারির ধাক্কা সামলাতে করের বোঝা বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/3wMJB
আরমিন লাশেট
আরমিন লাশেটছবি: Philipp Böll/DW

আঙ্গেলা ম্যার্কেলের বিদায়ের পর কে জার্মানির চ্যান্সেলর হবেন, আগামী সেপ্টেম্বরের সাধারণ নির্বাচনের পর তা চূড়ান্তভাবে জানা যাবে৷ ম্যার্কেলের সিডিইউ ও বাভেরিয়ার সিএসইউ দলের চ্যান্সেলর পদপ্রার্থী হিসেবে আরমিন লাশেট জনমত সমীক্ষায় বর্তমানে বাকি প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন৷ অথচ মনোনয়নের সময় তার নেতৃত্ব নিয়ে রাজনৈতিক শিবিরের ভেতরে-বাইরে ঘোর আপত্তি দেখা গিয়েছিল৷ অথচ সবুজ দলের প্রতি জনসমর্থন কমে চলায় তাঁর নেতৃত্বে ইউনিয়ন শিবির আবার পরবর্তী সরকাররে নেতৃত্ব দিতে পারে, এমন সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷ ক্ষমতাকেন্দ্রের কাছাকাছি এসে জার্মানির আগামী সম্ভাব্য চ্যান্সেলরের মনোভাব জানা গেল দীর্ঘ এক সাক্ষাৎকারে৷

জার্মানির এআরডি নেটওয়ার্কের গ্রীষ্মকালীন সাক্ষাৎকার পর্বে লাশেট জার্মানির উপর দীর্ঘ করোনা মহামারির প্রভাব সত্ত্বেও মানুষের উপর নতুন করে করের বোঝা চাপানোর সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন৷ কর কমানোরও কোনো সুযোগ দেখছেন না তিনি৷ তাঁর মতে, মহামারির পর রাজস্বের মাত্রা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনাই মূল চ্যালেঞ্জ৷ কারণ মহামারির ধাক্কা সামলাতে সরকারকে বিপুল অংকের অর্থ ব্যয় করতে হয়েছে৷ অনেক কোম্পানির অস্তিত্ব নিশ্চিত করতে অর্থের জোগান দিতে হয়েছে৷ মহামারির পর সে সব কোম্পানি আবার বিনিয়োগ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ মোটকথা ক্ষমতার হাল ধরলে জার্মানিকে আবার অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে ফিরে আনার লক্ষ্যকেই গুরুত্ব দিতে চান লাশেট৷

দীর্ঘ প্রায় ১৬ বছর পর চ্যান্সেলর হিসেবে আঙ্গেলা ম্যার্কেলের বিদায়ের পরেও সেই জমানার ধারাবাহিকতা বজায় রাখতে চান আরমিন লাশেট৷ সেইসঙ্গে যুগের সঙ্গে তাল মিলিয়ে কিছু পরিবর্তনেরও ইঙ্গিত দিয়েছেন তিনি৷ তার ইউনিয়ন শিবিরের প্রচার অভিযানে ‘ডাইভার্সিটি’ বা বৈচিত্র্যের অভাব সংক্রান্ত অভিযোগের জবাবে লাশেট বলেন, প্রচারে সমাজে বৈচিত্র্যের প্রতিফলন অবশ্যই দেখা যাবে৷ তিনি বলেন, ব্যক্তিগতভাবেও বিষয়টি তাঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷

নিজের ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে জার্মানির পশ্চিম দিকের শ্বেতাঙ্গ ক্যাথলিক পুরুষদের প্রাধান্যের অভিযোগ খণ্ডন করে লাশেট বলেন, মন্ত্রিসভা গঠন করতে পারলে তিনি নারী-পুরুষ ও আঞ্চলিক ভারসাম্য বজায় রাখবেন৷

জনমত সমীক্ষায় সবুজ দলের প্রথম চ্যান্সেলর পদপ্রার্থী আনালেনা বেয়ারবক প্রথম দিকে এগিয়ে থাকলেও একের পর এক বিতর্কের জের ধরে লাশেটের তুলনায় অনেকটা পিছিয়ে পড়েছেন৷ এসপিডি দলের চ্যান্সেলর পদপার্থী ওলাফ শলৎস দলকে এখনো জয়ের পথে আনতে পারছেন না৷ এমনকি বর্তমান অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর হিসেবে অভিজ্ঞতা তুলে ধরেও ভোটারদের মন জয় কতে পারছেন না তিনি৷ ফলে লাশেটের চ্যান্সেলর হবার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠছে৷

এসবি/এসিবি (ডিপিএ, এপি)