1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম্পিউটার গেমের মাধ্যমে ইতিহাস চর্চা

২২ নভেম্বর ২০১৮

কম্পিউটারের পর্দায় গেম খেলতে অনেকেই ভালোবাসেন৷ সেই খেলা যদি ইতিহাসের বিভিন্ন অধ্যায়কে জীবন্ত করে তোলে, তখন তা শিক্ষারও উৎসাহ হয়ে উঠতে পারে৷ ফ্রান্সের এক কোম্পানি এ ক্ষেত্রে বিশাল অবদান রাখছে৷

https://p.dw.com/p/38hJQ
প্রতীকী ছবিছবি: Warhorse Studios

পুরাকালের এথেন্স শহরের রঙিন ও থ্রিডি রূপ৷ সেখানকার বাসিন্দাদের কিন্তু মোটেই বয়স্ক নয়, বরং বেশ সুন্দর দেখাচ্ছে৷ ‘অ্যাসাসিন্স ক্রিড ওডিসি' নামের গেমের সৃষ্টিকর্তারা খ্রীষ্টপূর্ব পঞ্চম শতাব্দীকে জীবন্ত করে তুলেছেন৷

টানটান উত্তেজনাভরা এই অ্যাডভেঞ্চার গেম মানুষকে এমন এক জগতে পৌঁছে দেয়, যা আজকের এথেন্স শহরে কল্পনা করাই কঠিন৷ যেমন অ্যাক্রোপোলিসের ভগ্নাবশেষের মধ্যে৷ গেম ডেভেলপার স্কট ফিলিপস বলেন, ‘‘অ্যাসাসিন্স ক্রিড-এর ক্ষেত্রে নির্ভেজাল ঐতিহাসিক অভিজ্ঞতা সৃষ্টি করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ তারা কী তৈরি করেছে, কীভাবে করেছে, সে সময়ে কী ছিল, কী ধ্বংস হয়েছে, কী তখনো তৈরি হয় নি, এ সব জানা জরুরি ছিল৷''

তিন বছর ধরে স্কট ফিলিপ্স কয়েকশ' সহকর্মীর সঙ্গে এই গেম তৈরির কাজ করেছেন৷ নারী চরিত্র কাসান্ড্রা অথবা পুরুষ চরিত্র আলেক্সিয়স হিসেবে গেমাররা লড়াইয়ে অংশ নিতে পারেন, প্রাচীন যুগের ভাড়াটে যোদ্ধা থেকে শুরু করে গ্রিক হিরো হয়ে উঠতে পারেন৷ গেম ডেভেলপার স্কট ফিলিপস বলেন, ‘‘প্রাচীন গ্রিসকে নতুন করে সৃষ্টি করা অবশ্যই বিশাল চ্যালেঞ্জ ছিল, কারণ, সেই যুগ সম্পর্কে বেশ কিছু বিখ্যাত বই ও সমসাময়িক ঐতিহাসিক বয়ান রয়েছে৷ তাছাড়া সেই ইতিহাসের সঙ্গে অনেক পুরাকথা ও কিংবদন্তিও জড়িয়ে রয়েছে৷ তাই আমাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু অংশ বেছে নিতে হয়েছে৷''

সেই জগত গেমের মধ্যে ফুটিয়ে তোলার কাজে ডেভেলপররা গবেষকদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করেছেন৷

স্টেফানি-আন রুয়াটা প্রাচীন গ্রিসের ইতিহাস নিয়ে গবেষণা করেন৷ তিনি ডেভেলপরদের নিয়ে ডেলফি এলাকার গুরুত্বপূর্ণ কিছু প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করেছেন৷ ইতিহাসের দৃশ্যগুলিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রেও তিনি সহযোগিতা করেছেন৷ রুয়াটা বলেন, ‘‘আমরা অনেক কাঠখড় পুড়িয়ে গবেষণা করেছি, ফ্রান্সের প্রত্নতাত্ত্বিক গবেষণা ও রিপোর্ট ঘেঁটে দেখেছি৷ খুবই বিস্তারিত নথিপত্র থাকায় আমরা কোন সৌধ কবে তৈরি হয়েছে তা জানতে পেরেছি, সেগুলির অবস্থান সম্পর্কে নিখুঁত তথ্য পেয়েছি৷ তাছাড়া প্রাচীন যুগের কিছু সূত্রও কাজে লাগিয়েছি, যাতে ভবনগুলির ভালো বর্ণনা রয়েছে৷ রং, প্রদর্শিত মূর্তি, চিত্রকলার উল্লেখ রয়েছে৷''

প্রাচীন গ্রিসের মানুষের কাছে দৈববাণীর কারণে ডেলফি রহস্যময় এক স্থান ছিল৷ গেমের মধ্যেও ইতিহাসের সঙ্গে গ্রিসের কিংবদন্তি মিলেমিশে গেছে৷

ঐতিহাসিক ঘটনার সঙ্গে মনগড়া অ্যাডভেঞ্চারের সংমিশ্রণই অ্যাসাসিন্স ক্রিড-এর মূল কনসেপ্ট বা ধারণা৷ ফ্রান্সের উবিসফট কোম্পানি ২০০৭ সাল থেকে বিভিন্ন ঐতিহাসিক যুগের প্রেক্ষাপটে ১১টি পর্ব প্রকাশ করেছে –  যেমন ফরাসি বিপ্লব, অথবা ঊনবিংশ শতাব্দীর ভিক্টোরিয়ান যুগের লন্ডন শহর৷ প্রাচীন মিশরও এই গেমে স্থান পেয়েছে৷ গোটা বিশ্বে প্রায় ৯ কোটি গেমার তা উপভোগ করেন৷

ক্রিস্টফ কাপোরিলি তাঁদেরই একজন৷ তিনি এক ফরাসি অনলাইন পত্রিকার জন্য কম্পিউটার গেম পরীক্ষা করেন৷ তিনি বলেন, ‘‘আমার মনে হয়, ইতিহাসকে জীবন্ত করে তোলার ক্ষমতার মধ্যে অ্যাসাসিন্স ক্রিড-এর সাফল্য লুকিয়ে রয়েছে৷ সেই ইতিহাস যেন ছুঁয়ে দেখা যায়, তার গন্ধ পাওয়া যায়৷ বিভিন্ন সৌধ সে সময়ে কেমন দেখতে ছিল, ঘুরেফিরে তা দেখা যায়৷''

এই অভিযান যেন প্রতিবন্ধকতায় ভরা এক যাত্রার মতো৷ ডেভেলপররা সেই বাধা দূর করেছেন, এবার ভার্চুয়াল জগতে গেমারদের মনেও সেই প্রত্যাশা কাজ করছে৷

গ্যোনা কেটেলস/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান