1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কমনওয়েলথ গেমসের আয়োজন কেলেঙ্কারি: চাপের মুখে ভারত

২৩ সেপ্টেম্বর ২০১০

কমনওয়েলথ গেমস শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহের কিছু বেশি সময়৷ কিন্তু অধিকাংশ দেশের অ্যাথলীটরাই এখনও নতুন দিল্লিতে পৌঁছাননি৷ গেমসের আয়োজনে অব্যবস্থা সম্পর্কিত কেলেঙ্কারির কারণে আয়োজক দেশ ভারতের ওপর চাপ বাড়ছে৷

https://p.dw.com/p/PKGz
কমনওয়েলথ গেমসের একটি প্রধান ভেনু জওহরলাল নেহেরু স্টেডিয়ামছবি: AP

বিশেষ করে অ্যাথলীটদের ‘ভিলেজ'-এ আন্তর্জাতিক মানের স্বাস্থ্যবিধি রক্ষা এবং পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ব্যবস্থাপকদের দ্রুত প্রস্তুতি শেষ করা এবং অ্যাথলীটদের ‘ভিলেজ' যথাযথ ভাবে পরিষ্কার করার সময় দেয়ার জন্যই অ্যাথলীটরা দিল্লিতে পৌঁছাতে সময় নিচ্ছেন৷ অ্যাথলীটদের ‘ভিলেজ' এবং স্পোর্টিং ভেনুর প্রস্তুতি সম্পন্ন হওয়া নিয়ে আশঙ্কা দেখা দেওয়ায়, আজ বৃহস্পতিবার দিনের শেষে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্রীড়ামন্ত্রী মনোহর এস গিল এবং দিল্লির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন৷

এদিকে গেমসের প্রধান নির্বাহী মাইক হুপার বলেছেন, গেমস ‘ভিলেজ’ এবং কমনওয়েলথ গেমসের অন্যান্য সমস্যা সমাধানে দিল্লি কর্তৃপক্ষ অনেকখানি এগিয়েছেন৷ তিনি বলেন, অগ্রগতি হচ্ছে এবং আরো অনেক কিছু করার আছে৷ উল্লেখযোগ্য অতিরিক্ত সরঞ্জাম বসানো হচ্ছে৷ গত সপ্তাহেও কমনওয়েলথ গেমসের প্রধান স্টেডিয়ামের হাঁটার সেতুটি ভেঙে পড়ে৷ এই সেতুটি পার্কিং এলাকার সঙ্গে সংযোগ রক্ষা করছিল৷ নতুন তৈরী অনেক জায়গার টাইলস খুলে পড়ার কথাও জানা গেছে৷

কমনওয়েলথ গেমসের ভেনু এবং অ্যাথলেটদের ‘ভিলেজ'সহ সমস্ত প্রস্তুতি শেষ করতে এতো বেশি বিলম্ব হওয়ায়, শেষ পর্যন্ত এই কেলেঙ্কারির জন্য ভারতকে এই গেমস নিয়ে এক অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়তে হচ্ছে৷ কমনওয়েলথ গেমসের  অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও রয়েছে৷ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড গেমসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে সন্দেহ প্রকাশ করে বলেছেন, অ্যাথলীটরাই সিদ্ধান্ত নেবেন, তাঁরা যোগ দেবেন কী দেবেন না৷

ক্যানাডা এবং স্কটল্যান্ডের অ্যাথলীটদের আরো আগে নতুন দিল্লিতে পৌঁছানোর কথা থাকলেও, এখনও তাঁরা পৌঁছাননি৷ তার সঙ্গে সর্বশেষ যোগ হয়েছে নিউজিল্যান্ডের অ্যাথলীটদের এখনও দিল্লিতে না পৌঁছানোর ব্যাপারটি৷ ক্যানাডার কর্মকর্তারা বলেছেন, ইস্যুটি মোকাবিলায় ভারত আপোসহীন উদাসীনতা দেখিয়েছে৷ কমনওয়েলথ গেমসের প্রধান মাইকেল ফেনেলের দিল্লিতে জরুরি আলোচনায় বসার কথা রয়েছে৷ এদিকে ভারত বলে আসছে এবারের কমনওয়েলথ গেমস হবে সবচেয়ে সফল একটি গেম৷

বিশ্বের ৭১টি দেশের ৭ হাজার অ্যাথলীট দু’সপ্তাহব্যপী এই গেমসে অংশ নিচ্ছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ