1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কপি, সীউইডের বাতি!

৬ আগস্ট ২০২০

পরিবেশবান্ধব জিনিসপত্র ব্যবহারের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে৷ তাই প্রকৃতিতে পাওয়া যায় এমন উপাদান দিয়ে প্রতিদিনের ব্যবহার্য জিনিস তৈরি করছেন অনেক ডিজাইনার৷

https://p.dw.com/p/3gUls
ছবি: DW

লন্ডনে বাস করেন ইসরায়েলি ডিজাইনার নির মেইরি৷ তিনি কয়েক বছর ধরে প্রাকৃতিক উপাদান নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন৷ এর কিছু তিনি সবজি বাজার থেকে জোগাড় করেন৷ যেমন তিনি বাতিতে কপি, সীউইড, বালি ইত্যাদি ব্যবহার করেছেন৷ মেইরি বলেন, ‘‘ইসরায়েলে আমি সাগরপাড়ে বেড়ে উঠেছি৷ ছোটবেলায় আমি সাগরে যেতে অনেক পছন্দ করতাম৷ সাগরের বিভিন্ন কিছু নিয়ে পরীক্ষা করতাম৷ সীউইড নিয়ে কাজ করা আনন্দের হবে বলে সবসময় মনে করতাম৷ তাই একসময় এটা নিয়ে কাজ শুরু করি এবং লাইটটা বানাই৷’’

২০১০ সালে লন্ডনের সহো এলাকায় ডিজাইন স্টুডিও প্রতিষ্ঠা করেন মেইরি৷ বিভিন্ন দেশের ক্রেতারা তার তৈরি লিমিটেড এডিশনের এসব পণ্য কিনে থাকেন৷ তিনি বলেন, ‘‘পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি বাতি বা অন্য কিছু কেনার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে৷ বিশ্বে এখন যা ঘটছে তার প্রেক্ষিতে মানুষের মনে হচ্ছে যে, প্লাস্টিকের বদলে এমন উপাদান ব্যবহার শুরু করা উচিত৷ আমার আশা, ভবিষ্যতে এমন সব পরিবেশবান্ধব উপাদানের ব্যবহার আরো বাড়বে৷’’

প্রাকৃতিক উপাদান দিয়ে ডিজাইন

বিশ্বের আরও অনেক ডিজাইনার প্রাকৃতিক কাঁচামাল নিয়ে কাজ করছেন৷ ইউক্রেনের ভিক্টোরিয়া ইয়াকুশা আসবাবপত্র তৈরিতে তার দেশের উপাদান ব্যবহার করছেন৷ ২০১৪ সালে ফার্নিচার তৈরিতে তিনি তার দেশের হস্তশিল্পের কৌশল ব্যবহার শুরু করেন৷ ‘টিসটো’ ব্র্যান্ডের এসব আসবাব তৈরিতে কাদা ব্যবহৃত হচ্ছে৷ তিনি বলেন, ‘‘ইউক্রেনের হস্তশিল্পে বহুল ব্যবহৃত একটি উপাদান হচ্ছে কাদা৷ আমার কাছেও এর গুরুত্ব অনেক৷ আমার ফার্নিচারে এক অনন্য সৌন্দর্য এনে দেয় কাদা৷’’

কাদার আসবাবপত্র স্থিতিশীল রাখতে অর্গানিক সেলুলোজ ও শণ দিয়ে লোহার ফ্রেম ঢেকে দেয়া হয়৷ ফলে চেয়ার-টেবিল ঠিকমতো দাঁড়িয়ে থাকে৷ এবং সেগুলো দৈনন্দিন ব্যবহার করা সম্ভব হয়৷ ইয়াকুশা বলেন, ‘‘আমাদের পূর্বসূরিরা গ্রামে ‘মাজাঙ্কা’ নামে যে সাধারণ ঘরবাড়ি তৈরি করতেন সেখানে এই কৌশল ব্যবহার করা হতো৷ টিসটো চেয়ার রিসাইক্লেবল৷ কয়েক বছরের মধ্যে এগুলো মাটিতে মিশে যাবে৷’’

নিজের কাজের মধ্য দিয়ে ইয়াকুশা স্ক্যান্ডিনেভিয়ান কিংবা জাপানি নকশার মতো ইউক্রেনের নকশাকে সারা বিশ্বে পরিচিত করে তুলতে চান৷

ক্রিস্টিয়ান ভাইবেৎসান/জেডএইচ