1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রোহিঙ্গা সমস্যা

১২ সেপ্টেম্বর ২০১২

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল বুধবার বাংলাদেশের কক্সবাজারে দুইটি নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসহ কয়েকটি অনিবন্ধিত ক্যাম্প পরিদর্শন করেছেন৷ তারা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলে তাদের অবস্থা জেনেছেন৷

https://p.dw.com/p/167Lj
ছবি: Shaikh Azizur Rahman

মার্কিন প্রতিনিধি দলের ৪ সদস্য এবং ঢাকার মার্কিন রাষ্ট্রদূত কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পৌঁছান বিকেল ৪ টার দিকে৷ তারা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সঙ্গে বৈঠকের পর ক্যাম্প ঘুরে দেখেন এবং রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলেন৷ তারা স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন৷ তবে পরিদর্শন শেষে তারা সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দেন নি৷ যা ডয়চে ভেলেকে জানান উখিয়া প্রেসক্লাবের সহ সভাপতি গফুর মিয়া চৌধুরী৷

উখিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজালাল চৌধুরী ডয়চে ভেলেকে জানান, মত বিনিময়ের সময় তিনি বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টির আহ্বান জানান৷ তবে মার্কিন প্রতিনিধি দল তার আহ্বানের জবাবে কোন মন্তব্য করেন নি৷

কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন ডয়চে ভেলেকে জানান, মার্কিন প্রতিনিধি দল তার সঙ্গে একান্তেও বৈঠক করেছেন৷ এই বৈঠকে ক্যাম্প এবং বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে তথ্য জানতে চেয়েছেন তারা৷

মার্কিন প্রতিনিধি দল কুতুপালং থেকে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে যান৷ মার্কিন রাষ্ট্রদূত ছাড়া প্রতিনিধি দলের ৪ সদস্য হলেন পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ওয়াই ইয়ান, এলিসা আইরেস, কেলি ক্লেমেন্ট এবং ড্যানিয়েল বায়ের৷ বৃহস্পতিবার তাঁরা ঢাকায় প্রেস ব্রিফিং করতে পারেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য