1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কংগ্রেস কাউন্সিলর খুনেরও সিবিআই তদন্ত

৫ এপ্রিল ২০২২

পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর খুনের তদন্তও করবে সিবিআই। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

https://p.dw.com/p/49SlS
তপন কান্দু খুনের তদন্তেও সিবিআই। ছবি: Subrata Goswami/DW

গত ১৩ মার্চ তপন কান্দুকে খুন করা হয়। তপনের স্ত্রীর অভিযোগ ছিল, স্থানীয় থানার আইসি তাদের তৃণমূলে যোগ দেয়ার জন্য প্রবল চাপ দিয়েছিলেন এবং হুমকিও দিয়েছিলেন। তাদের ফোন করে হুমকি দেয়া হয়েছিল। তারপর থেকে কংগ্রেস সমানে এই হত্যার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজকুমার মান্থা এই খুনের তদন্তভার সিবিআইকে দিয়ে বলেছেন, অভিযোগকারী ও মানুষের মনে আস্থা ফেরানোর জন্যই তিনি এই নির্দেশ দিলেন।

বিচারপতির নির্দেশ ৪৫ দিনের মধ্যে সিবিআইকে এই তদন্ত শেষ করতে হবে। বিচারপতির পর্যবেক্ষণ, পুলিশ তদন্তের চেষ্টা করেছে। কিন্তু তাতে কিছু খামতি থেকে গেছে। তদন্ত শেষ হওয়ার আগে পুলিশ সুপার সেলভামুরুগন অভিযুক্ত আইসিকে ক্লিন চিট দিয়ে দিয়েছেন। পুলিশকে সব নথিপত্র সিবিআইকে দিতে বলা হয়েছে।    

সম্প্রতি বগটুই-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকতা হাইকোর্ট। এবার তারা তপন কান্দু হত্যারও সিবিআই তদন্তের নির্দেশ দিল। এছাড়া সারদা, নারদ, কয়লা কেলেঙ্কারি, গরুপাচার নিয়েও তদন্ত করছে সিবিআই।

এছাড়াও ছাত্রনেতা আনিস খান হত্যারও সিবিআই তদন্ত চেয়েছে তার পরিবার। পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনের তদন্তও সিবিআই-এর হাতে দেয়ার দাবি জানিয়েছেন তার স্ত্রী।

জিএওইচ/এসজি (পিটিআই, এএনআই)